ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পার্থে প্রথম দিন ২৭৭ রান তুলে ফেলল অস্ট্রেলিয়া

প্রকাশিত: ০৪:৫৮, ১৪ ডিসেম্বর ২০১৮

পার্থে প্রথম দিন ২৭৭ রান তুলে ফেলল অস্ট্রেলিয়া

অনলাইন ডেস্ক ॥ পার্থের সবুজ পিচে চার পেসার নিয়ে খেলানোর সিদ্ধান্ত নিয়েছিল ভারত। কিন্তু প্রথম দিন খুব একটা কাজে এল না পেস-ম্যাজিক। ছয় উইকেট খোয়ালেও টেস্টের প্রথম দিন ২৭৭ রান তুলে ফেলল অস্ট্রেলিয়া। আজ সারা দিন কী কী গুরুত্বপূর্ণ ঘটনা ঘটল খেলার মাঠে? রইল তারই ঝলক। সবুজ উইকেটে আজ ব্যাটসম্যানদের দাপট দেখাল অস্ট্রেলিয়া। দুই ওপেনার হ্যারিস ও ফিঞ্চের সফল জুটি খেলার প্রথমার্ধে অনেকটা এগিয়ে দেয় অস্ট্রলিয়াকে। তাঁদের পার্টনারশিপে ওঠা ১১২ রান অনেকটাই স্বস্তি এনে দেয় অজি শিবিরে। শুধু তাই-ই নয়, টেস্ট কেরিয়ারে জীবনে প্রথম হাফ সেঞ্চুরিও করে ফেলেন হ্যারিস। এই ম্যাচে জাডেজা বা ভুবনেশ্বর কুমারকে না রাখা নিয়েও কম সমালোচনার মুখে পড়েনি ভারত। দলে এসেছেন উমেশ যাদব। কিন্তু ভুবনেশ্বরের সুইংয়ের অভাব আজ মাঠে ভালই টের পেলেন টিম-কোহালি। উমেশ যাদব একটি উইকেট পেলেও রান দিলেন সকলের চেয়ে বেশি। প্রথম ভাগে অজি ব্যাটিং এক প্রকার ধরাশায়ী করে দেয় ভারতকে। এরপর ৩৬ রানের ব্যবধানে ৪ উইকেট নিয়ে ম্যাচে কামব্যাক করে ভারত। এর পরেই ম্যাচের রাশ কিছুটা ভারতের হাতে আসে। তবে এই নিশ্চিন্ততা বেশি ক্ষণ স্থায়ী হয়নি। ১৪৮ রানের মাথায় অস্ট্রলিয়া চার উইকেট খোয়ালেও অস্ট্রেলিয়ার মিডল অর্ডার ফের টেনশনে রাখল ভারতকে। পঞ্চম উইকেটে শন মার্শ ও ট্র্যাভিস হেড মিলে আরও ৮৪ রান যোগ করলেন দলের স্কোরবোর্ডে। দিনের সেরা পাওনা কোহলির এক হাতে নেওয়া অবিশ্বাস্য ক্যাচ! অস্ট্রেলিয়া ইনিংসের ৫৫তম ওভারের প্রথম বলে ইশান্ত শর্মার বাইরের বলে কাট করতে যান পিটার হ্যান্ডসকম্ব। দ্বিতীয় স্লিপে থাকা কোহালি লাফিয়ে তাঁর ডান হাত বাড়ান। বল তাঁর হাতে কার্যত আটকে যায়। সোশ্যাল মিডিয়াতেও তাঁর এই ক্যাচ নিয়ে প্রশংসা ছড়িয়ে পড়েছে। কেবল কোহলিই নন, আজ দুর্ধর্ষ ক্যাচে শন মার্শকে প্যাভিলিয়নে ফেরান অজিঙ্ক রাহানে। ফার্স্ট স্লিপে দাঁড়িয়ে ক্ষিপ্রতার সঙ্গে মার্শকে তালুবন্দি করেন রাহানে। মার্শের এই আউটে ভেঙে যায় পঞ্চম উইকেটে জমতে থাকা অজি জুটি। ভারতীয় শিবিরে কিছুটা স্বস্তিও এনে দেয় রাহানের এই ক্যাচ। অনিয়মিত বোলার হয়েও আজ দুর্দান্ত পারফর্ম করলেন হনুমা বিহারি। কোহলিদের বড় বিপদে ফেলার আগেই শন মার্শ ও হ্যারিসের উইকেট পকেটে পোরেন তিনি। সূত্র : আনন্দবাজার পত্রিকা
×