ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিএনপি হলো নালিশ পার্টি ॥ আইনমন্ত্রী

প্রকাশিত: ০৫:০২, ১৫ ডিসেম্বর ২০১৮

  বিএনপি হলো  নালিশ পার্টি ॥  আইনমন্ত্রী

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ ব্রাহ্মণবাড়িয়া কসবা-আখাউড়ায় একের পর এক নির্বাচনী জনসংযোগ চালিয়ে যাচ্ছেন আইনমন্ত্রী আনিসুল হক। প্রতিটি জনসংযোগ ও নির্বাচনী সভায় সাধারণ মানুষের ঢল নামছে। গণসংযোগকালে তিনি বলেন, বিএনপি হলো নালিশ পার্টি। তাদের কাজ হলো খালি নালিশ করা। শেখ হাসিনার সরকারের সময় দেশ অন্ধকার থেকে আলোর পথে এগিয়েছে, মহাকাশে বিজয় হয়েছে, সমুদ্র সীমানা অর্জন হয়েছে। যেভাবে নানা বিজয় হয়েছে সেভাবেই কসবা-আখাউড়ায় আইনমন্ত্রী আনিসুল হকের বিজয় হবে। মন্ত্রী আখাউড়ার আহমেদাবাদসহ বিভিন্নস্থানে অন্তত ১০টি পথসভায় বক্তব্য রাখেন। তিনি সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলেন। পথসভায় তিনি বলেন, জনবিচ্ছিন্ন বিএনপি নামের ঐক্যফ্রন্টের চরম পরাজয় হবে। পথসভায় আইনমন্ত্রী আনিসুল হক গাড়ির বহর থেকে হাজার জনতার ভিড়ে হাত নেড়ে শুভেচ্ছাসহ নৌকার ভোট চেয়েছেন কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এ্যাডভোকেট রাশেদুল কাউছার ভূইয়া জীবনের নেতৃত্বে শুক্রবার সকালে নৌকার মিছিল করেন স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এদিকে, আখাউড়ায় আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হকের প্রচারে গত পাঁচ বছরে হওয়া উন্নয়নের বিষয়ে প্রাধান্য দেয়া হচ্ছে। মন্ত্রীর আমলে হওয়া শত শত কোটি টাকার উন্নয়ন ও ১৮০০ যুবক যুবতীকে চাকরি দেয়ার বিষয়টি জনসাধারণের কাছে তুলে ধরা হয়। আইনমন্ত্রী আখাউড়ার উত্তর ইউনিয়নের আজমপুর, আহমেদাবাদ, রাজাপুর, রামধনগরসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি নির্বাচনী কার্যালয়ে গিয়ে নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন। এলাকার মানুষ মন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান। মন্ত্রী বিকেলে আখাউড়া পৌরসভা কার্যালয়ে মুক্তিযোদ্ধাদের সঙ্গে কথা বলেন। পরে দলীয় কার্যালয়ে তিনি মহাজোটের অন্যান্য শরিকদলের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করেন। জনসংযোগকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া পৌরসভা মেয়র তাকজিল খলিফা কাজল, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক আবুল কাশেম ভূঁইয়া, সেলিম ভূঁইয়া, আখাউড়া পৌরসভার সাবেক মেয়র মোঃ নূরুল হক ভূঁইয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি ড. আব্দুল্লাহ ভূঁইয়া বাদল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পিয়ারা আক্তার পিওনা।
×