ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

‘নতুন প্রজন্ম রাজাকার উত্থানের অপচেষ্টা প্রতিহত করবে’

প্রকাশিত: ০৫:৩১, ১৫ ডিসেম্বর ২০১৮

 ‘নতুন প্রজন্ম রাজাকার উত্থানের অপচেষ্টা প্রতিহত করবে’

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ মুক্তিযুদ্ধের সময় যারা স্বাধীনতাবিরোধী রাজাকার ছিল, পাকিস্তানের দোসর হিসেবে কাজ করেছিল, তারাই এখন মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী রাজনৈতিক দলের হয়ে নির্বাচনে অংশগ্রহণ করবে। এটা যেন নতুন বোতলে পুরনো মদ। শুক্রবার বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত এক স্মরণ সভায় এ মন্তব্য করেন ঢাকা বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান। আলোচনা সভায় বিশ^বিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ড. মুহাম্মদ সামাদ, শিক্ষক সমিতির যুগ্ম-সম্পাদক ড. তাজিন আজিজ চৌধুরী, শহীদ অধ্যাপক ড. গিয়াস উদ্দিন আহমেদের ছোট বোন ড. সাজেদা বানু এবং বিশ^বিদ্যালয়ের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপাচার্য বলেন, এ বছর বিজয়ের মাসে আমাদের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে যা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু দুঃখের বিষয় স্বাধীনতা বিরোধীরা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী রাজনৈতিক দলের হয়ে নির্বাচন করছে। এ বছর ভিন্ন অবয়বে, ভিন্ন ছত্রছায়ায় তাদের উত্থান ঘটেছে। আমাদের নতুন প্রজন্ম এই দোসরদের উত্থানের অপচেষ্টাকে প্রতিহত করবে। তিনি আরও বলেন, বুদ্ধিজীবীরা স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে জনমত গঠন করেছিলেন। সমাজের নানা বৈষম্য, অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে তারা সোচ্চার ছিলেন। মানুষের মনোজগতের উন্নয়নে তারা কাজ করছিলেন। এ কারণেই পাকিস্তানী হানাদার বাহিনী বেছে বেছে তাদের হত্যা করে। বাঙালী জাতিকে মেধাশূন্য করতেই পাকিস্তানী বাহিনী ও তার দোসররা পরিকল্পিতভাবে দেশের কৃতী সন্তানদের ওপর হত্যাযজ্ঞ চালিয়েছিল বলে তিনি উল্লেখ করেন। যুদ্ধাপরাধী এবং বুদ্ধিজীবী হত্যার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান বিশ^বিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ড. মুহাম্মদ সামাদ।
×