ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টি২০ দলে ফিরেছেন মিঠুন-সাইফউদ্দিন

প্রকাশিত: ০৫:৩৭, ১৫ ডিসেম্বর ২০১৮

 টি২০ দলে ফিরেছেন মিঠুন-সাইফউদ্দিন

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজ শেষ। সামনেই টি২০ সিরিজ রয়েছে। তিন ম্যাচের টি২০ সিরিজ শুরু হবে সোমবার। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টি২০ অনুষ্ঠিত হবে সেদিন। এরপর ২০ ও ২২ ডিসেম্বর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় টি২০ অনুষ্ঠিত হবে। এ সিরিজের জন্য শুক্রবার দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে ১৪ ক্রিকেটার সুযোগ পেয়েছেন। দলে ফিরেছেন মোহাম্মদ মিঠুন ও পেসার মোহাম্মদ সাইফউদ্দিন। দল থেকে বাদ পড়েছেন সাব্বির রহমান রুম্মন, মোসাদ্দেক হোসেন সৈকত ও পেসার আবু জায়েদ রাহি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এ বছর জুলাই-আগস্টে সিরিজ খেলেছিল বাংলাদেশ। টি২০ সিরিজও ছিল। বাংলাদেশ সিরিজ জিতেছিল। সেই সিরিজে সাব্বির, মোসাদ্দেক, রাহি ছিলেন। ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে সেপ্টেম্বরে বিসিবি থেকে ছয় মাসের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে নিষেধাজ্ঞা পান সাব্বির। সেই থেকে কোন আন্তর্জাতিক ক্রিকেটে বিবেচনায় আসছেন না সাব্বির। আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ টি২০ সিরিজে খেলারই সুযোগ পাননি মোসাদ্দেক ও রাহি। এ দুইজনও বাদ পড়েছেন। এ বছর ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে সিলেটে সর্বশেষ টি২০ খেলেছিলেন মিঠুন ও সাইফউদ্দিন। তারা আবার দলে ফিরেছেন। ওয়েস্ট ইন্ডিজ সফরের দলে থাকা বাকিদের মধ্যে অধিনায়ক সাকিব আল হাসান, সহঅধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মুশফিকুর রহীম, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, আবু হায়দার রনি ও আরিফুল হক ঠিকই আছেন। এদিকে ওয়েস্ট ইন্ডিজের টি২০’র চূড়ান্ত দলও ঘোষণা করা হয়েছে। দলে বাদ পড়েছেন চারজন। এসেছেন পাঁচজন। আগে ১৪ সদস্যের দল দেয়া হয়েছিল। সেই দলে পরিবর্তন করে একজন বাড়ানো হয়েছে। দল থেকে বাদ পড়েছেন আন্দ্রে রাসেল ও অ্যাশলি নার্স। চোটের জন্য নেই কাইরন পোলার্ড ও ওবেড ম্যাককয়। শুক্রবার দেয়া ১৫ সদস্যের দলে কিপার ব্যাটসম্যান সাই হোপের সঙ্গে যোগ হয়েছেন নিকোলাস পুরান, রোভম্যান পাওয়েল, শেলডন কট্রেল ও কেসরিক উইলিয়ামস। গত জানুয়ারিতে ৭ টি২০’র শেষটি খেলেছিলেন পেসার কট্রেল। বিস্ফোরক ব্যাটসম্যান পুরান ও পেসার উইলিয়ামস বিপিএলের নিয়মিত মুখ। বিশ্বজুড়ে টি২০ লীগগুলোতে নির্বিঘ্নে খেলার জন্য বোর্ডের সঙ্গে কেন্দ্রীয় চুক্তিতে সই না করা এভিন লুইস টি২০ সিরিজ দিয়ে ফিরছেন আন্তর্জাতিক ক্রিকেটে। ভারত সফরে ছিলেন না এই বিস্ফোরক ওপেনার, বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজেও খেলেননি তিনি। গত আগস্টে বাংলাদেশের বিপক্ষেই সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন লুইস। টি২০’র বাংলাদেশ দল ॥ সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদুল্লাহ (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মুশফিকুর রহীম, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু হায়দার, আরিফুল হক। টি২০’র ওয়েস্ট ইন্ডিজ দল ॥ কার্লোস ব্রেথওয়েট (অধিনায়ক), ড্যারেন ব্রাভো, শিমরন হেটমায়ার, ফ্যাবিয়ান এ্যালেন, কেসরিক উইলিয়ামস, কিমো পল, ক্যারি পিয়ের, নিকোলাস পুরান, রোভম্যান পাওয়েল (সহ-অধিনায়ক), এভিন লুইস, দীনেশ রামদিন, সাই হোপ, শেরফান রাদারফোর্ড, শেলডন কট্রেল, ওশান টমাস।
×