ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

দক্ষিণাঞ্চলই জিতল

প্রকাশিত: ০৫:৩৮, ১৫ ডিসেম্বর ২০১৮

 দক্ষিণাঞ্চলই জিতল

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল) চতুর্থ রাউন্ডের তৃতীয়দিনেই দুই ম্যাচের পরিস্থিতি বোঝা যাচ্ছিল। ওয়ালটন মধ্যাঞ্চলের বিপক্ষে জিততে যাচ্ছে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল তা বোঝাই গিয়েছিল। তাই হলো। দক্ষিণাঞ্চলই জিতল। মেহেদী হাসানের অসাধারণ বোলিংয়ে ৭ উইকেটে জিতল দক্ষিণাঞ্চল। আর ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল ও বিসিবি উত্তরাঞ্চলের মধ্যকার ম্যাচটি অনুমিতভাবেই ড্র হলো। তবে ম্যাচটিতে শেষদিনে ১৯৪ রান করেন মুমিনুল। ৬ রানের জন্য ডাবল সেঞ্চুরি হাতছাড়া হয় মুমিনুলের। পূর্বাঞ্চল-উত্তরাঞ্চল ম্যাচ, রাজশাহী রাজশাহীতে পূর্বাঞ্চল-উত্তরাঞ্চলের ম্যাচ যে ড্র হবে তা বোঝাই যাচ্ছিল। পূর্বাঞ্চল প্রথম ইনিংসে ৪৬৬ রান করার পর উত্তরাঞ্চলও ৩৭৭ রান করে জবাব দেয়। এরপর তৃতীয়দিন দ্বিতীয় ইনিংসে ২ উইকেট হারিয়ে ৯০ রান করে ১৭৯ রানে এগিয়ে থাকে পূর্বাঞ্চল। চতুর্থদিনে মুমিনুল হকের ১৯৪ রানের সঙ্গে মাহমুদুল হাসানের ৮৩ রানে ৪ উইকেট হারিয়ে ৩৬২ রান করে ইনিংস ঘোষণা করে পূর্বাঞ্চল। ততক্ষণে দুই সেশন শেষ হয়ে যায়। উত্তরাঞ্চলের সামনে জিততে ৪৫২ রানের টার্গেট দাঁড়ায়। এই রানে খেলতে নেমে ১ উইকেট হারিয়ে ১১৬ রান করে উত্তরাঞ্চল। জুনায়েদ সিদ্দিকী (৫১*) ও ফরহাদ হোসেন (৫০*) দুইজনই হাফ সেঞ্চুরি করেন। দিনও শেষ হয়ে যায়। ম্যাচও হয়ে যায় ড্র। স্কোর ॥ পূর্বাঞ্চল প্রথম ইনিংস ॥ ৪৬৬; (রনি ১৮৫, আশরাফুল ১৩৬; সানজামুল ৫/১১৫ ও দ্বিতীয় ইনিংস তৃতীয়দিন ৯০/২; মুমিনুল ৩২*, মাহমুদুল ৫* ও চতুর্থদিন ৩৬২/৪; ইনিংস ঘোষণা; মুমিনুল ১৯৪, মাহমুদুল ৮৩; সানজামুল ৩/১২২)। উত্তরাঞ্চল প্রথম ইনিংস ॥ ৩৭৭/১০; (নাঈম ১০০, ফরহাদ ৬৪, ধীমান ৬৮; রাহি ৬/৭৪ ও দ্বিতীয় ইনিংস ১১৬/১; জুনায়েদ ৫১*, ফরহাদ ৫০*)। ফল ॥ ম্যাচ ড্র। ম্যাচসেরা ॥ রনি তালুকদার (পূর্বাঞ্চল)। দক্ষিণাঞ্চল-মধ্যাঞ্চল ম্যাচ, চট্টগ্রাম চট্টগ্রামে মধ্যাঞ্চলকে নিয়ে খেলল দক্ষিণাঞ্চল। প্রথম ইনিংসে মধ্যাঞ্চলকে ২৬১ রানে গুটিয়ে দেয়ার পর দ্বিতীয় ইনিংসেও ২৬৯ রানের বেশি করতে দেয়নি। প্রথম ইনিংসে দক্ষিণাঞ্চল ৩৯৭ রানের বড় ইনিংস গড়েই আসলে বাজিমাত করেছে। তাই ১৩৪ রানের কম টার্গেট পড়ে। সেই টার্গেট অতিক্রম করতে গিয়ে ৩ উইকেট হারিয়ে ১৩৪ রান করে জিতে দক্ষিণাঞ্চল। এনামুল হক বিজয় অপরাজিত ৮৬ রান করেন। দক্ষিণাঞ্চলের মেহেদী হাসান প্রথম ইনিংসে ৩ উইকেট নেয়ার পর দ্বিতীয় ইনিংসেও ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হন। তৃতীয়দিন দ্বিতীয় ইনিংসে মেহেদী হাসানের (৩/৪৪) অসাধারণ বোলিংয়ে ১৫৫ রান করতেই ৫ উইকেট হারিয়েছিল মধ্যাঞ্চল। চতুর্থদিন হাতে থাকা ৫ উইকেটে আর ১১৪ রান স্কোরবোর্ডে যোগ করতে পারে মধ্যাঞ্চল। শুভাগত হোম ৭১ রান করতে সক্ষম হন। স্কোর ॥ মধ্যাঞ্চল প্রথম ইনিংস ॥ ২৬১/১০; (তাইবুর ৬৮, সাদমান ৬০; মেহেদী ৩/৫০ ও দ্বিতীয় ইনিংস তৃতীয়দিন ১৮০/৫; শুভাগত ৫৫*, জাকের ১০*; মেহেদী ৩/৪৪ ও চতুর্থদিন ২৬৯/১০; শুভাগত ৭১; মেহেদী ৪/৬৩, কামরুল ৪/৫৯)। দক্ষিণাঞ্চল প্রথম ইনিংস ॥ ৩৯৭/১০; রকিবুল ৬৫, মেহেদী ৪৬; আরাফাত ৪/১২২ ও দ্বিতীয় ইনিংস (টার্গেট ১৩৪ রান) ১৩৪/৩; বিজয় ৮৬*, তুষার ১৫)। ফল ॥ দক্ষিণাঞ্চল ৭ উইকেটে জয়ী। ম্যাচসেরা ॥ মেহেদী হাসান (দক্ষিণাঞ্চল)।
×