ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কার ওয়ানডে ও টি২০ অধিনায়ক মালিঙ্গা

প্রকাশিত: ০৫:৩৮, ১৫ ডিসেম্বর ২০১৮

 শ্রীলঙ্কার ওয়ানডে ও টি২০ অধিনায়ক মালিঙ্গা

স্পোর্টস রিপোর্টার ॥ কিছুদিন আগে তার ক্যারিয়ারই প্রায় শেষ হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত কোচ চন্দিকা হাথুরাসিংহের সুনজরে পড়ায় আবারও ফিরেছেন জাতীয় দলে। এবার রীতিমতো অধিনায়ক হয়ে গেলেন লাসিথ মালিঙ্গা। শ্রীলঙ্কা ক্রিকেটে নেতৃত্ব যেন মিউজিক্যাল চেয়ারে পরিণত হয়েছে। বোর্ড, নির্বাচক, অধিনায়ক সবকিছুতেই বারবার পরিবর্তন হচ্ছে। তারই আরেকবার প্রমাণ নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ এবং একমাত্র টি২০তে দলের নেতৃত্ব মালিঙ্গার কাঁধে ওঠায়। সিরিজে মালিঙ্গার ডেপুটির দায়িত্ব পালন করবেন নিরোশান দিকওয়েলা। সম্প্রতি নিজেদের মাঠে প্রথমবারের মতো ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজ হারার পর সীমিত ওভারের দলে পরিবর্তন আনে শ্রীলঙ্কা। ফিটনেস সমস্যার কথা বলে ইংল্যান্ড সিরিজে বাদ দেয়ার পর পুনরায় দলে ডাকা হয় এ্যাঞ্জেলো ম্যাথুসকে। লজ্জাজনকভাবে এশিয়া কাপ থেকে ছিটকে পড়ার সেই ম্যাথুজকেই বানানো হয় বলির পাঁঠা। ত্রুটিপূর্ণ বোলিং এ্যাকশনের জন্য আইসিসির নিষেধাজ্ঞা থাকায় নিউজিল্যান্ড সফরে দলের তারকা স্পিনার আকিলা ধনঞ্জয়াকে পাচ্ছে না শ্রীলঙ্কা। দল থেকে বাদ পড়েছেন উপুল থারাঙ্গা। ১৭ সদস্যের দল থেকে বাদ পড়েছেন ওপেনার সাদিরা সামারাবিক্রমা ও বাঁহাতি স্পিনার আমিলা আপনসো। ইনজুরি থেকে সুস্থ হয়ে ওঠায় দলে ফিরেছেন টপঅর্ডার ব্যাটসম্যান কুসল পেরেরা। দলে জায়গা পেয়েছেন কুসল মেন্ডিসও। শ্রীলঙ্কা ওয়ানডে এবং টি২০ দল ॥ লাসিথ মালিঙ্গা (অধিনায়ক), নিরোশান দিকওয়েলা, এ্যাঞ্জেলো ম্যাথুস, দানুশকা গুনাথিলাকা, কুসল পেরেরা, দীনেশ চান্দিমাল, অসেলা গুনারত্নে, কুসল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, থিসারা পেরেরা, দাসুন শানাকা, লক্ষণ সান্দাকান, সেকুগে প্রসন্ন, দুশমন্থ চামিরা, কাসুন রাজিথা, নুয়ান প্রদীপ, লাহিরু কুমারা।
×