ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শিল্পীসহায়ক এ্যাপ ‘প্লাটুন’ এ্যাপলের মালিকানায়

প্রকাশিত: ০৬:৪৬, ১৫ ডিসেম্বর ২০১৮

 শিল্পীসহায়ক এ্যাপ ‘প্লাটুন’ এ্যাপলের মালিকানায়

উঠতি গায়কদের আবিষ্কার ও তাদের উন্নয়নে সহায়ক স্টার্টআপ প্রতিষ্ঠান ‘প্লাটুন’কে অধিগ্রহণ করেছে এ্যাপল। স্বাধীন গায়কদের জন্য তহবিল সংগ্রহ, তাদের সঙ্গীত ছড়ানো এবং প্রচারণার কাজ করে প্লাটুন। অধিগ্রহণের শর্ত এখনও প্রকাশ করা হয়নি। সব মিলিয়ে ডজনখানেক কর্মী রয়েছে প্লাটুনেরÑ খবর সিএনবিসির। ধারণা করা হচ্ছে, এই চুক্তি এ্যাপল মিউজিকের জন্য স্বতন্ত্র গায়ক খুঁজে বের করা এবং তাদের উন্নয়নের কাজে এ্যাপলকে সহায়তা করবে। ফলে স্পটিফাইয়ের মতো প্রতিদ্বন্দ্বী সেবার চেয়ে নিজেদের আলাদা রাখতে পারবে এ্যাপল। নতুন গায়কদের জন্য স্টুডিও ভাড়া করে রেকর্ডিং এবং মিউজিক এডিটিং সফটওয়্যার অনেক খরচে। প্লাটুন এই গায়কদের তহবিল সংগ্রহে সহায়তা করবে, তাদের সেবায় অন্তর্ভুক্ত করবে এবং বড় পরিসরে সাধারণ গ্রাহক যাতে তাদের শুনতে পায় সে ব্যবস্থা করবে। প্লাটুন প্রতিষ্ঠা করেছেন স্কাইপের সাবেক নির্বাহী কর্মকর্তা সল ক্লেইন। এর আগে লাভফিল্ম এবং ডেনজিল ফেইগেলসনের মতো আরও কিছু প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন ক্লেইন। এ যাবত মিউজিক খাতে এ্যাপলের সবচেয়ে বড় অধিগ্রহণ হলো বিটস ইলেকট্রনিকস। ২০১৪ সালের মে মাসে ৩০০ কোটি মার্কিন ডলারে প্রতিষ্ঠানটি কেনে এ্যাপল।
×