ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সিরিয়ায় মানবিক সহায়তার মেয়াদ বাড়িয়েছে জাতিসংঘ

প্রকাশিত: ১৭:২৬, ১৫ ডিসেম্বর ২০১৮

সিরিয়ায় মানবিক সহায়তার মেয়াদ বাড়িয়েছে জাতিসংঘ

অনলাইন ডেস্ক ॥ রাশিয়ার আপত্তির মুখেও জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বৃহস্পতিবার যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ায় মানবিক সহায়তার মেয়াদ আরো এক বছর বাড়িয়েছে। যুক্তরাষ্ট্র এবং নিরাপত্তা পরিষদের বেশীরভাগ সদস্যদেশ সিরিয়ায় আরো এক বছর মানবিক সহায়তা সরবরাহের সমর্থন দিয়েছে। জাতিসংঘের হিসেবে সরকার নিয়ন্ত্রিত নয় এমন এলাকায় ৪৩ লাখ লোকের মানবিক সহায়তা প্রয়োজন। রাশিয়া এই মেয়াদ ৬ মাস বৃদ্ধি করার মত দিয়েছিল। জাতিসংঘের বৃহত্তম ত্রাণ সহায়তা প্রচেষ্টা সিরিয়া। সিরিয়ায় জাতিসংঘ ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতিসংঘ।
×