ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রেসক্লাবের সামনে ড. কামালের বিরুদ্ধে সাংবাদিকদের মানববন্ধন ১১টায়

প্রকাশিত: ১৭:৩১, ১৫ ডিসেম্বর ২০১৮

প্রেসক্লাবের সামনে ড. কামালের বিরুদ্ধে সাংবাদিকদের মানববন্ধন ১১টায়

অনলাইন রির্পোটার ॥ গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেনের সাংবাদিকদের নিয়ে অবমাননাকারী বক্তব্য ও হুমকির প্রতিবাদে মানববন্ধন করবে মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম। আজ শনিবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হবে বলে ঘোষণা করা হয়েছে। শুক্রবার সকালে বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এলাকায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. কামাল হোসেন সাংবাদিকদের নিয়ে অবমাননাকারী বক্তব্য ও দেখে নেওয়ার হুমকি দেন। তার প্রেক্ষিতে এ কর্মসূচি গ্রহণ করেছে বলে সাংবাদিক সংগঠনটি জানিয়েছে। ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে যান ড. কামাল হোসেন। এ সময় সাংবাদিকরা ‘আগামী নির্বাচনে জামায়াত প্রশ্নে ঐক্যফন্টের অবস্থান’ জানতে চাইলে ড. কামাল হোসেন সাংবাদিকদের র্ভৎসনা করেন এবং অসম্মানের সঙ্গে উল্টো জিজ্ঞাসা করেন ‘কতো টাকা পেয়েছো? কাদের টাকায় এসব বেহুদা প্রশ্ন করছো, তোমার নাম কী? দেখে নেবো, কোন টিভি/পত্রিকায় কাজ করো, চিনে রাখব।’ এসময় তিনি প্রশ্নকারী সাংবাদিকের নাম পরিচয় জানতে চাওয়ার পাশাপাশি তাকে ‘খামোশ’ বলে ধমক দেন। প্রশ্নকারী সাংবাদিকদের ‘চিনে রাখার’ কথাও বলেছেন প্রবীণ এই রাজনীতিবিদ।
×