ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

‘জিডিপি প্রবৃদ্ধি মানসম্মত কর্মসংস্থান সৃষ্টি করতে পারছে না’

প্রকাশিত: ০৩:৩২, ১৫ ডিসেম্বর ২০১৮

‘জিডিপি প্রবৃদ্ধি মানসম্মত কর্মসংস্থান সৃষ্টি করতে পারছে না’

অর্থনৈতিক রিপোর্টার ॥ বর্তমানে জিডিপি প্রবৃদ্ধি অর্জন হলেও তা মানসম্মত কর্মসংস্থান সৃষ্টি করতে পারছে না। সেই সঙ্গে বাড়ছে ব্যাপক আয় বৈষম্যও। অন্যদিকে রাজনৈতিক দল গঠনের কোন বিধি বিধান না থাকায় যে যার মতো দল গঠন করছেন। এতে রাজনৈতিক দলগুলো প্রাতিষ্ঠানিক রূপ পাচ্ছে না। এক্ষেত্রে মানসম্মত কর্মসংস্থান সৃষ্টি, গুনগত মানসম্মত শিক্ষা, দুর্নীতি প্রতিরোধ এবং প্রতিষ্ঠানিক সংস্কারের উপর বিশেষ গুরুত্ব দেয়ার উপর তাগিদ দিয়েছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। শনিবার রাজধানীর শেরেবাংলা নগরে এলজিইডি মিলনায়তনে ‘মিডল ইনকাম উইথ কোয়ালিটি এন্ড ডিগনিটি: সিভিক ডায়লগ এন এজেন্ডা ফর বাংলাদেশ’ শীর্ষক এক নাগরিক সংলাপে এ তাগিদ দেয়া হয়েছে। জাতীয় নির্বাপনকে সামনে রেখে পাওয়ার এন্ড পার্টিশিপেশন রিসার্স সেন্টার (পিপিআরসি) এবং ইন্টারন্যাশনাল চেম্বার্স অব কমার্স বাংলাদেশ (্আইসিসিবি) যৌথভাবে এ সংলাপের আয়োজন করেছে। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং পিপিআরসি’র নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমানের সভাপতিত্বে সংলাপে অতিথি ছিলেন, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা প্রফেসর ওয়াহিদ উদ্দিন মাহমুদ, ড. এবি মির্জ্জা আজিজুল ইসলাম,বাংলাদেশ ব্যাংকের সাবেক গবর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন,ট্যারিফ কমিশনের সাবেক চেয়ারম্যান প্রফের এম.এ.তসলিম, সানেমের নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান, ঢাকা চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির (ডিসিসিআই) সভাপতি আবুল কাসেম খান, আইসিসিবি’র সভাপতি মাহবুবুর রহমান, মেট্রোপলিটন চেম্বার্স ও কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির (এমসিসিআই) সাবেক সভাপতি নাসিম মঞ্জুর, সাবেক তত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) গোলাম কাদের প্রমুখ। বক্তব্য রাখেন আইসিসিবি’র ভাইস প্রেসিডেন্ট রোকেয়া আফজাল, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সাবেক সচিব রীতি ইব্রাহিম, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান আবদুল মজিদ প্রমুখ।
×