ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঐক্যফ্রন্টের রোডমার্চে সাড়া মেলেনি

প্রকাশিত: ০৫:৫৭, ১৬ ডিসেম্বর ২০১৮

ঐক্যফ্রন্টের রোডমার্চে সাড়া মেলেনি

স্টাফ রিপোর্টার ॥ ৩০ ডিসেম্বর আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রোডমার্চ শুরু করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। কথা ছিল কামাল হোসেনকে নিয়ে ফ্র্রন্টের নির্বাচনী প্রচার হবে ময়মনসিংহ অঞ্চলে। কিন্তু অসুস্থতার কারণে তাকে ঢাকায় রেখেই রওনা দেন জোটের নেতারা। শনিবার দুপুরের পর গাড়িবহর নিয়ে ময়মনসিংহ অভিমুখে রোডমার্চ শুরু হয়। পথে পথে বিভিন্ন এলাকায় সমাবেশে যোগ দেন ফ্রন্টের নেতারা। তবে সমাবেশে আশানুরূপ লোক সমাগম হয়নি। দুপুরে ২টায় উত্তরার জসিমউদ্দিন সড়কে ঐক্যফ্রন্ট নেতা ও জেএসডি সভাপতি আ স ম আবদুর রবের বাসার সামনে থেকে রওনা হন তারা। সফরে প্রথম পথসভাটি হয় টঙ্গীতে ধানের শীষ প্রার্থী বিএনপির সালাহউদ্দিন সরকারের বাসার সামনে। এরপর শেরপুর পর্যন্ত আরও ছয়টি স্থানে নির্বাচনী সভা করার কথা। শেরপুর পৌর পার্ক চত্বরে পথসভার মধ্য দিয়ে এক দিনের এই কর্মসূচী শেষ হয়। তবে বিভাগীয় শহর ময়মনসিংহে সভা বাতিল করায় নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেন। ফ্রন্ট নেতারা জানান, মাওনা চৌরাস্থায় গাজীপুর-৪ আসনের প্রার্থী ইকবাল সিদ্দিকী, ত্রিশালে ময়মনসিংহ-৭ আসনের প্রার্থী মাহবুবুর রহমান লিটন, ভালুকায় ময়মনসিংহ-১১ আসনের প্রার্থী ফখরউদ্দিন আহমেদ, ময়মনসিংহ শহরে ময়মনসিংহ-৪ আসনের প্রার্থী আবু ওহাব খন্দকার, ফুলপুরে ময়মনসিংহ-২ আসনের প্রার্থী শাহ শহীদ সারোয়ার, নকলায় শেরপুর-২ আসনের প্রার্থী ফাহিম চৌধুরী এবং শেরপুর সদরে শেরপুর-২ আসনের প্রার্থী সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার পক্ষে ভোট চাইতে এই রোড মার্চের আয়োজন। তাছাড়া বিএনপি প্রধান খালেদা জিয়ার অনুপস্থিতে ঐক্যফ্রন্টের পক্ষে জনমত গড়ে তুলতে রোড মার্চের পরিকল্পনা নেয়া হয়। আজ ১৬ ডিসেম্বর উপলক্ষে ঢাকায় বিজয় র‌্যালির আয়োজন করা হয়েছে ফ্রন্টের পক্ষ থেকে। শুক্রবার এক সংবাদ সম্মেলন থেকে দুটি কর্মসূচী ঘোষণা করা হয়। এই সফর দলে রয়েছেন জেএসডির আ স ম আবদুর রব, বিএনপির নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, এ জেড এম জাহিদ হোসেন, কৃষক শ্রমিক জনতা লীগের আব্দুল কাদের সিদ্দিকী, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী। ঢাকা থেকে ছয়টি গাড়ি নিয়ে এই যাত্রা শুরু করেছেন তারা। ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় একাদশ নির্বাচন উপলক্ষে জাতীয় ঐক্যফ্রন্টের এটি প্রথম রোড মার্চ। গত ১৩ ডিসেম্বর সিলেটে হযরত শাহ জালাল ও হযরত শাহ পরানের মাজার জিয়ারত করে কামাল হোসেনের নেতৃত্বে জোটের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু হয়। ৩০ ডিসেম্বরের নির্বাচনে ঐক্যফ্রন্ট সরকার গঠন করবে- টঙ্গীতে রব নূরুল ইসলাম, টঙ্গী থেকে জানান ঐক্যফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা আ স ম আব্দুর রব নির্বাচনী জনসভায় বলেছেন, আগামী ৩০ ডিসেম্বর ধানের শীষের পক্ষে বাংলাদেশে ভোট বিপ্লব ঘটবে। ওই দিনের ভোটে ঐক্যফ্রন্টই সরকার গঠন করবে। ধানের শীষ শুধু বিএনপির নয়, ১৬ কোটি মানুষের মার্কা হচ্ছে ধানের শীষ। ধানের শীষের বিজয় মানে দুঃশাসন ও স্বৈরশাসনের বিরুদ্ধে গণতন্ত্রের বিজয়। এবারের ভোটের লড়াই ৭১ সালের মুক্তিযুদ্ধের মতো গণতন্ত্র মুক্তির লড়াই। এ লড়াইয়ে আমাদের সবাইকে জিততে সকাল থেকে রাত পর্যন্ত ভোট কেন্দ্র পাহাড়ায় থাকতে হবে। শনিবার বিকেলে গাজীপুর-২ আসনের ঐক্যফ্রন্ট মনোনীত বিএনপির প্রার্থী সালাহ্ উদ্দিন সরকারের নির্বাচনী জনসভায় এসব কথা বলেন। তিনি বলেন, ঐক্যফ্রন্ট ও বিএনপি নেতাকর্মীদের সারাদেশে আগামী ৩০ তারিখ বিকেলে ভোট গ্রহণ ও গণনা শেষ করে ফলাফল হাতে নিয়ে কেন্দ্র ত্যাগ করতে হবে। এবারের ভোটের লড়াই গণতন্ত্র মুক্তির লড়াই। এই লড়াইয়ে আমাদের জিততে হবে। গাজীপুর-২ আসনে সালাহ্ উদ্দিন সরকারকে নির্বাচিত করে জনগণের সরকার গঠনে সহায়তা করতে হবে। তিনি প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন, আপনারা নির্বাচন কমিশনের মতো হুকুমের গোলাম হবেন না। নির্যাতিত-নিপীড়িত মানুষের পাশে দাঁড়ান। এ জন্য আপনাদের চাকরি চলে গেলেও জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে আপনাদের চাকরি আবারও ফিরে পাবেন। গাজীপুর মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য আলহাজ হাসান উদ্দিন সরকারের সভাপতিত্বে জনসভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ঐক্যফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্য ট্রাস্টের চেয়ারম্যান ডাঃ জাফরুল্লা চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিনা রহমান, ডাঃ জাহিদ, সোহরাব উদ্দিন, মাহবুবুল আলম শুক্কুর, সরাফত হোসেন, আরিফ হোসেন হাওলাদার প্রমুখ। জনসভাটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন সফিউদ্দিন সরকার স্কুল মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু স্থানীয় প্রশাসনের বাধার কারণে সেখানে অনুষ্ঠিত হতে পারেনি। পরে তা গাজীপুর-২ আসনের বিএনপির প্রার্থী সালাহ্ উদ্দিন সরকারের দত্তপাড়ার বাসভবনের উন্মুক্ত মাঠে অনুষ্ঠিত হয়। সভায় আ স ম আব্দুর রব আরও বলেন, সরকারের ছুটির ঘণ্টা বেজে উঠেছে। পালিয়ে গিয়েও সরকার নিজেদের রক্ষা করতে পারবে না। আল্লাহর গজব নাজিল হবে তাদের ওপর। ময়মনসিংহে ঐক্যফ্রন্টের সভা বাতিল ॥ স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ থেকে জানান, ময়মনসিংহে ঐক্যফ্রন্টের পূর্ব নির্ধারিত নির্বাচনী সমাবেশ বাতিল হওয়ায় ক্ষুব্ধ ও হতাশা ব্যক্ত করেছেন বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ। বিএনপি জামায়াত সমন্বিত ঐক্যফ্রন্ট সভাপতি ড. কামাল হোসেন শনিবার বিকেলে ময়মনসিংহের রেলওয়ে স্টেশনের কৃষ্ণচূড়া চত্বরে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে যোগ দেয়ার কথা ছিল। কিন্তু হামলার আশঙ্কার কথা জানিয়ে ড. কামাল হোসেন শনিবার এই নির্বাচনী সমাবেশ বাতিল করে দেন। আসন্ন নির্বাচনকে সামনে রেখে পূর্ব নির্ধারিত এই সমাবেশ বাতিল করে দেয়ায় বিএনপির স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা হতাশ হয়ে পড়েছেন। তবে বেশিরভাগ বিএনপির নেতা এ নিয়ে মন্তব্য করতে রাজি হননি। নির্বাচন পরিচালনায় সমন্বয় কমিটি ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনায় কেন্দ্রীয় সমন্বয় কমিটি করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। ২৫ সদস্যের এ কমিটির প্রধান সমম্বয়ক করা হয়েছে এ কে এম জগলুল হায়দার আফ্রিককে। শনিবার নতুন কমিটির দফতর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- আবদুল আউয়াল মিন্টু, আতাউর রহমান ঢালী, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, গোলাম মাওলা চৌধুরী, এ্যাডভোকেট শাহ আহমদ বাদল, আ ও ম শফিউল্লাহ, হাবিবুর রহমান বীর প্রতীক, মোঃ নুরুল হুদা মিলু চৌধুরী, মোস্তাক আহমেদ, শহিদুল্লাহ কায়সার, মমিন উল্লাহ, আমিনুল ইসলাম তালুকদার, শফিকুল ইসলাম, দেলোয়ার হোসেন, হাবিবুর রহমান, অধ্যাপক শাহজাহান সাজু, এল কে চৌধুরী, ড. হেলেনা, আজমিরি বেগম ছন্দা, মোশারফ হোসেন, এম এ ইউনুস, নূরুল আফছা, জাহাঙ্গীর আলম মিন্টু (দফতর), লতিফুল বারী হামিম।
×