ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জনগণের শক্তি নিয়ে নির্বাচনী মাঠে নেমেছি, শেষদিন পর্যন্ত থাকার চেষ্টা করব ॥ ফখরুল

প্রকাশিত: ০৬:০৯, ১৬ ডিসেম্বর ২০১৮

জনগণের শক্তি নিয়ে নির্বাচনী মাঠে নেমেছি, শেষদিন পর্যন্ত থাকার চেষ্টা করব ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের নির্বাচন করতে হচ্ছে খানাখন্দকে ভরা মাঠের মধ্যে। এবারের নির্বাচন এখন পর্যন্ত অংশগ্রহণমূলক হতে যাচ্ছে। নির্বাচনের মধ্য দিয়ে মৌলিক সমস্যা নিরসনের পথ সৃষ্টি হয়েছে। তবে নির্বাচন অবাধ, নিরপেক্ষ, রাজনৈতিক সমস্যা, মৌলিক সমস্যা সমাধান করে জাতির আশা পূরণে সক্ষম হবে কি না, সে প্রশ্ন এখনও রয়ে গেছে। আমরা জনগণের শক্তি নিয়ে মাঠে নেমেছি, শেষদিন পর্যন্ত নির্বাচনের মাঠে থাকার চেষ্টা করব। আমরা চেয়েছিলাম সমান্তরাল সমতল ভূমি। তা পাইনি। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে যে কথা হয়েছিল তা রাখা হয়নি। তারা সরকারের নির্দেশে কাজ করছে। নির্বাচন কমিশন ঠুঁটো জগন্নাথ হয়ে পড়েছে। প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার অসহায় হয়ে পড়েছেন। মির্জা ফখরুল শনিবার সকালে নির্বাচনী প্রচার, জনসংযোগ ও পথসভার আগে উডবার্ন লাইব্রেরি মিলনায়তনে সংবাদ সম্মেলন ও সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন। তিনি আগামী সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির প্রার্থী। এই প্রসঙ্গে বলেন, আমি নিজে কোন প্রার্থী নই। আমাদের নেত্রী খালেদা জিয়ার প্রতিনিধি হিসেবে নির্বাচন করতে এসেছি। আপনাদের একটি ভোট খালেদা জিয়াকে মুক্ত করবে। আপনাদের ‘ভাইয়া’ তারেক রহমান দেশে ফিরে আসবে। সংবাদ সম্মেলনের আগে বগুড়ার সাতটি আসনের বিএনপি প্রার্থীদের পরিচয় করিয়ে দেয়া হয়। বগুড়া-২ আসনের নাগরিক ঐক্যের হয়ে বিএনপি প্রার্থী মাহমুদুর রহমান মান্না ঢাকা থাকায় উপস্থিত থাকতে পারেননি। মির্জা ফখরুল বলেন, তফসিল ঘোষণার পরও সরকারী সংস্থাগুলো নিরপেক্ষ হতে পারেনি। গণতন্ত্র রক্ষায় মৌলিক অধিকার ফিরিয়ে আনতে নির্বাচনের দিনে কোন ভয়ভীতি না করে কেন্দ্রে গিয়ে ভোট প্রদানের আহ্বান জানান। তিনি পঞ্চদশ সংশোধনীর বিষয়টি তুলে তত্ত্বাধায়ক সরকার প্রথা বাতিলের সমালোচনা করে বলেন, এর ফলেই অস্থিতিশীলতার পথ সৃষ্টি হয়েছে।
×