ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নেপালের একাংশ তলিয়ে যাওয়ার আশঙ্কা

প্রকাশিত: ০৬:০৯, ১৬ ডিসেম্বর ২০১৮

নেপালের একাংশ তলিয়ে যাওয়ার আশঙ্কা

হিমালয়ের হিমবাহ গলে যাওয়ার হার বেড়ে যাওয়ায় নেপালের একাংশ বন্যায় তলিয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিজ্ঞানীরা। তাদের ধারণা, হিমালয়ের হিমবাহ গলে ইমজার মতো লেকগুলো ফুলে-ফেঁপে সৃষ্ট বন্যায় পানি, কাদা ও পাথরের ঢল নামতে পারে। সেই ঢল নেপালের দক্ষিণাঞ্চলের জনাধ্যুষিত সমতল, রাস্তাঘাট, গ্রাম, এমনকি গুরুত্বপূর্ণ বিদ্যুত প্রকল্পগুলো পর্যন্ত ভাসিয়ে নিয়ে যেতে পারে। গত কয়েক দশকে হিমালয়ের বরফ গলা পানিতে শত শত লেক তৈরি হয়েছে। ২০১৪ সালের এক জরিপ বলছে, ১৯৭৭ থেকে ২০১০ সাল পর্যন্ত ১ হাজার ৪শ’ ৬৬টি লেক তৈরি হয়েছে। এর মধ্যে ২১টি বিপজ্জনক। এ ধরনের বিপজ্জনক লেকগুলোর একটি সুর্কে গ্রামের ইমজা। অদ্ভুত সুন্দর এই লেকটি এক সময় বিপজ্জনক ছিল না। ১৯৮০ সালে লেকটি অনেক ছোট ছিল। ২০১৪ সাল নাগাদ এর আয়তন বেড়েছে তিনগুণ। এই লেকটির পানি খুব বেশিদিন ঠেকিয়ে রাখা যাবে বলে মনে করছেন না পরিবেশবিদরা। আশু এ বিপদ থেকে বাঁচতে ইতোমধ্যে কর্মযজ্ঞ শুরু করেছে নেপাল। ইতোমধ্যে একটি চ্যানেল দিয়ে পঞ্চাশ লাখ কিউবিক মিটার পানি সরিয়ে নেয়া হয়েছে। এতে লেকের পানির উচ্চতা কমেছে সাড়ে তিন মিটার। -ডয়েচে ভেল
×