ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট, আটক ১

প্রকাশিত: ০৬:২২, ১৬ ডিসেম্বর ২০১৮

প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট, আটক ১

স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট করার অভিযোগে পটুয়াখালীর গলাচিপা উপজেলা শহর থেকে শুক্রবার রাতে আল-আমিন (২৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় পুলিশ আল-আমিনের ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধার করে অভিযোগের বিষয়টি নিশ্চিত হয়েছে। আল-আমিন গলাচিপা সদর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের আঃ রাজ্জাক হাওলাদারের ছেলে। সে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে পুলিশ জানিয়েছে। গলাচিপা থানার অফিসার ইনচার্জ আখতার মোর্শেদ জানান, আল-আমিন তার মোবাইল ফোনের মাধ্যমে প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে। এ ঘটনার পর রাতেই গলাচিপা শহর থেকে আল-আমিনকে আটক করা হয় এবং যে মোবাইল ফোন থেকে ছবি পোস্ট করা হয়েছে, সেটিও জব্দ করা হয়েছে। এ অপরাধে আল-আমিনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের হয়েছে। মিরপুর থেকে ছাত্রদল নেতা আটক স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মিরপুর থানা এলাকা থেকে ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মামুনুর রশীদ মামুনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে মিরপুর থানা এলাকা থেকে তাকে আটক করা হয়। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির জানান, মামুনের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় অর্ধশতাধিকের বেশি মামলা রয়েছে। আমরা মামলার প্রেক্ষিতে তাকে গ্রেফতার করেছি। পুলিশ সূত্রে জানা গেছে, ছাত্রদলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মামুন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-১ আসন চাটখিল এলাকা থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের অন্যতম ছিলেন।
×