ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ওবামাকেয়ার অসাংবিধানিক, ফেডারেল আদালতের রুল

প্রকাশিত: ০৬:৪৬, ১৬ ডিসেম্বর ২০১৮

ওবামাকেয়ার অসাংবিধানিক, ফেডারেল আদালতের রুল

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সময় প্রণীত এ্যাফোর্ডেবল কেয়ার এ্যাক্ট (এসিএ)কে টেক্সাসের একজন ফেডারেল বিচারক শুক্রবার অসাংবিধানিক বলে রুল জারি করেছেন। আইনটি ওবামাকেয়ার নামে বেশি পরিচিত। আদালতের এ রুলকে একটি ভাল খবর বলে আখ্যায়িত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডেমোক্র্যাটারা জানিয়েছেন তারা এ রুলের বিরুদ্ধে আপীল করবেন। এএফপি ও বিবিসি। হোয়াইট হাউস জানিয়েছে, নতুন আইন পাস না হওয়া পর্যন্ত পুরনো এসিএ বলবত থাকবে। ৫৫ পৃষ্ঠার অভিমতে মার্কিন ডিস্ট্রিক্ট জাজ রিড ও’কনোর বলেন, ওবামাকেয়ারের আওতায় বিমার কভারেজের সম্প্রসারণের জন্য গত বছর যে কর হ্রাস বিল আনা হয়েছে তা সংবিধানসম্মত। এছাড়া আইনের বাকি অংশের কোন সাংবিধানিক ভিত্তি নেই। তিনি মূলত আইনের একটি অংশ অসাংবিধানিক বলে রুল দিয়েছেন। ওবামাকেয়ারের সমর্থকরা বলেছেন তারা এটি পুনর্বহালের জন্য অবিলম্বে আপীল করবেন। ক্যালিফোর্নিয়ার এ্যাটর্নি জেনারেল জেভিয়ার বসেরো বলেন, ‘আজ যে বিভ্রান্তিকর রুলটি দেয়া হয়েছে তা আমাদের লক্ষ্যচ্যুত করতে পারবে না। আমরা সব মার্কিনীর মঙ্গলের জন্য আইনী লড়াই চালিয়ে যাব।’ এদিকে গত কয়েক দশকের মধ্যে যুক্তরাষ্ট্রে এখন স্বাস্থ্যবীমার বাইরে থাকা শিশুর সংখ্যা অনেক বেড়েছে। বিভিন্ন প্রতিষ্ঠান যখন স্বাস্থ্যবীমার আওতা বাড়াচ্ছে তখন শিশুদের বীমার আওতার বাইরে থেকে যাওয়াটা দুশ্চিন্তার জন্ম দিয়েছে। সম্প্রতি জর্জটাউন ইউনিভার্সিটির সেন্টার ফর চিলড্রেন এ্যান্ড ফ্যামিলিস প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক জোয়ান আলকার সিএনএনকে বলেন, ‘মার্কিন অর্থনীতি দিন দিন শক্তিশালী হচ্ছে। বেকারত্বের হারও অনেক কম।
×