ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ট্রাম্প সত্য বলেন না, তার নোংরা কাজের দায় নিতে হচ্ছে ॥ কোহেন

প্রকাশিত: ০৬:৪৬, ১৬ ডিসেম্বর ২০১৮

ট্রাম্প সত্য বলেন  না, তার নোংরা কাজের দায় নিতে হচ্ছে ॥ কোহেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সত্য কথা বলেন না বলে অভিযোগ করেছেন তার সাবেক ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহেন। ট্রাম্পের নোংরা কাজের দায় তাকে নিতে হচ্ছে বলেও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। ইয়াহু নিউজ। কোহেন বলেন, ট্রাম্প জানতেন নির্বাচনের আগে তার সঙ্গে সম্পর্ক থাকা নারীদের মুখ বন্ধ রাখতে অর্থ দেয়া অন্যায়। তারপরও ট্রাম্প তা করার জন্য নির্দেশ দিয়েছিলেন। অবৈধভাবে ওই অর্থ দিয়ে নির্বাচনী প্রচারের আর্থিক নিয়ম ভঙ্গ করাসহ একাধিক অভিযোগে বুধবার কোহেনের তিন বছরের জেল হওয়ার পর এবিসি নিউজের সঙ্গে এক সাক্ষাতকারে কথাগুলো বললেন তিনি। শুক্রবার সাক্ষাতকারটি প্রচারিত হয়েছে। ট্রাম্প দাবি করেছেন, তিনি কখনও কোহেনকে আইনভঙ্গ করতে বলেননি। বৃহস্পতিবার এক টুইটে ট্রাম্প বলেন, ‘তিনি একজন আইনজীবী। তাই ধরেই নেয়া যায় তিনি আইন জানেন। প্রেসিডেন্টকে বিব্রতকর অবস্থায় ফেলতেই কোহেন দোষ স্বীকার করেছেন বলেও ট্রাম্প উল্লেখ করেন।’ ট্রাম্পের দাবিকে চ্যালেঞ্জ করে কোহেন বলেন, ‘ট্রাম্পের শিবিরে তাকে না জানিয়ে কখনওই কোন কিছু করা হয়নি।’ দুই নারীকে অর্থ দেয়ার বিষয়ে সাক্ষাতকারে জিজ্ঞেস করা হলে কোহেন বলেন, ‘তারা নির্বাচনের ওপর কী প্রভাব ফেলবে তা নিয়ে খুবই চিন্তিত ছিলেন ট্রাম্প। তাই (ট্রাম্প) এবং তার নির্বাচনী প্রচার নির্বিঘœ রাখতে দুই নারীকে অর্থ দেয়া হয়েছিল।’
×