ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হাসপাতাল গড়বেন নাদিয়া

প্রকাশিত: ০৬:৪৭, ১৬ ডিসেম্বর ২০১৮

হাসপাতাল গড়বেন নাদিয়া

এ বছর শান্তিতে নোবেলজয়ী অধিকারকর্মী ইরাকী ইয়াজিদী নারী নাদিয়া মুরাদ বলেছেন, পুরস্কারের অর্থ দিয়ে তিনি নিজ শহরে একটি হাসপাতাল তৈরি করতে চান। তিনি শুক্রবার উত্তর ইরাকে নিজ শহর সিনজারে উপস্থিত নাগরিক ও সাংবাদিকদের উদ্দেশে তার এ ইচ্ছার কথা বলেন। এ হাসপাতালে প্রধানত আইএসের হাতে যৌন নিপীড়নের শিকার নারীদের চিকিৎসা দেয়া হবে। তিনি নিজেও আইএসের হাতে যৌনদাসী হিসেবে বন্দী থাকার পর বেঁচে ফেরেন- ইয়াহু নিউজ উৎসবমুখর শহর ফিলিপিন্সের মধ্যাঞ্চলীয় শহর বালাঙ্গিগা শনিবার উৎসবমুখর হয়ে ওঠে। এক শতাব্দী আগে সেখানকার গীর্জা থেকে প্রতিশোধপরায়ণ মার্কিন সৈন্যদের লুট করা ঘণ্টাগুলো এদিন স্থানীয় সম্প্রদায়ের কাছে ফিরিয়ে দিলে তারা আনন্দে ফেটে পড়ে। শিশুরা ঘণ্টাকৃতির নিশান নাড়ছিল এবং অশ্রুশিক্ত বালাঙ্গিগার বাসিন্দারা তিনটি ঘণ্টাকে স্বাগত জানাতে জড়ো হয়েছিল। এগুলো তাদের গৌরবের প্রতীক। দীর্ঘদিন আলোচনার পর যুক্তরাষ্ট্র চলতি সপ্তায় ঘণ্টাগুলো ম্যানিলায় ফেরত পাঠায়- ইয়াহু নিউজ
×