ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চট্টগ্রামের ১৬ আসনেই নৌকা-ধানের শীষের জমজমাট প্রচার

প্রকাশিত: ০৬:৪৯, ১৬ ডিসেম্বর ২০১৮

চট্টগ্রামের ১৬ আসনেই নৌকা-ধানের শীষের জমজমাট প্রচার

মোয়াজ্জেমুল হক, চট্টগ্রাম অফিস ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ যতই এগিয়ে আসছে দেশের অন্য স্থানের মতো চট্টগ্রামের ১৬ সংসদীয় আসন এলাকাও ভোট উৎসবের বিস্তৃতি দিন দিন বেড়েই চলেছে। জমজমাট হয়ে উঠেছে প্রচার অভিযান। মহানগরীর ৪ আসন ও জেলার ১২ আসনে প্রার্থীদের সকাল থেকে রাত অবধি চলছে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় গণসংযোগ এবং সমাবেশ। সর্বত্র এখন একটিই আলোচনা আসন্ন এ নির্বাচন নিয়ে। আলোচনার পাদপীঠে রয়েছে নৌকা ও ধানের শীষ মার্কার প্রার্থীগণ। চট্টগ্রামের চন্দনাইশ ও ফটিকছড়িতে দুই জোটের দুই শরিক প্রার্থী লড়াইয়ে নেমেছেন। শনিবার চন্দনাইশে ঐক্যফ্রন্টের মনোনীত এলডিপি নেতা কর্নেল (অব) অলি আহমেদের নির্বাচনী মিছিলে হামলা হয়েছে। এতে অলি আহমেদের পুত্রসহ ১০ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। হামলার জন্য অলি আহমেদের সমর্থকরা আওয়ামী লীগকে দায়ী করলেও অভিযুক্তদের পক্ষে তা নাকচ করে দেয়া হয়েছে। অপরদিকে, চট্টগ্রাম-১০ আসনে নৌকা ও ধানের শীষের দুই হেভিওয়েট প্রার্থী যথাক্রমে ডাঃ আফসারুল আমীন ও আবদুল্লাহ আল নোমান তাদের নির্বাচনী তৎপরতা বেগবান করেছেন। এছাড়া চট্টগ্রাম-৯ আসনে নবাগত দুই প্রার্থী নৌকার ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী এবং ধানের শীষের ডাঃ শাহাদাত হোসেনের পক্ষে বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন স্থানে প্রচারাভিযান চালিয়ে যাচ্ছে। উল্লেখ্য, ডাঃ শাহাদাত কয়েকটি মামলায় আসামি হয়ে জেলে রয়েছেন। তার পক্ষে সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাসির উদ্দিনসহ অন্য নেতারা নির্বাচনে গণসংযোগ চালিয়েছেন। অনুরূপভাবে চট্টগ্রাম-৮ আসনে মহাজোট প্রার্থী নৌকার মঈনউদ্দিন খান বাদলের (জাসদ নেতা) বিপরীতে ধানের শীষের প্রার্থী আবু সুফিয়ানও নির্বাচনে গণসংযোগ নিয়ে প্রতি মুহূর্ত অতিবাহিত করছেন। অপরদিকে, মীরসরাইতে নৌকার ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ধানের শীষের নুরুল আমিন ও স্বতন্ত্র প্রার্থীগণ, ফটিকছড়িতে নজিবুল বশর মাইজভা-ারী (তরিকত ফেডারেশন নেতা) ও ধানের শীষের আজিমউল্লাহ বাহার, সন্দ্বীপে নৌকার মাহবুবুর রহমান মিতা ও ধানের শীষের মোস্তফা কামাল পাশা, সীতাকু-ে নৌকার দিদারুল আলম, ধানের শীষের ইসহাক কাদের চৌধুরী, হাটহাজারীতে লাঙ্গল আনিসুর রহমান মাহমুদ, ধানের শীষের সৈয়দ মোহাম্মদ ইবরাহিম (কল্যাণ পার্টি নেতা), রাউজানে নৌকার ফজলে করিম চৌধুরী ও ধানের শীষের জসিম উদ্দিন সিকদার, রাঙ্গুনিয়ায় নৌকার ড. হাছান মাহমুদ ও ধানের শীষের নুরুল আলম, পতেঙ্গা নৌকার এমএ লতিফ ও ধানের শীষের আমীর খসরু মাহমুদ চৌধুরী, বাঁশখালিতে নৌকার মোস্তাফিজুর রহমান চৌধুরী ও ধানের শীষের জাফরুল ইসলাম চৌধুরী, সাতকানিয়ায় নৌকার আবু রেজা নদভী ও ধানের শীষের শামসুল ইসলাম (জামায়াত নেতা), আনোয়ারায় নৌকার সাইফুজ্জামান জাবেদ ও ধানের শীষে সারোয়ার জামাল নিজাম, পটিয়ায় নৌকার শামসুল হক চৌধুরী ও ধানের শীষে এনামুল হক নিজেদের অনুসারী নিয়ে এলাকার বিভিন্ন স্থানে প্রতিদিন ভোটের প্রচারে লিপ্ত রয়েছেন। পাশাপাশি যারা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তাদের পোস্টার লিফলেট লক্ষণীয় হলেও প্রচারে জোর বলতে যা বুঝায় তা নেই।
×