ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

প্রকাশিত: ০৬:৫১, ১৬ ডিসেম্বর ২০১৮

সিরাজগঞ্জে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সদর আসনের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থী শনিবার সকালে পৃথক পৃথক সংবাদ সম্মেলন করে একে অপরের বিরুদ্ধে সন্ত্রাস সৃষ্টি ও হামলার অভিযোগ করেছেন। বিএনপির নির্বাচনী প্রচারে বিনা উস্কানিতে পুলিশের নির্যাতন, হামলা, গুলি ও টিয়ারশেল নিক্ষেপে দলীয় প্রাথীসহ নেতাকর্মীদের গুরুতরভাবে আহত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করে সিরাজগঞ্জের পুলিশ সুপার ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহারের দাবি জানিয়েছেন। অপরদিকে আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বলেন, নিশ্চিত পরাজয় জেনে তারা পুলিশ বাহিনী ও আওয়ামী লীগের বিরুদ্ধে বিষোদগার করছে এবং নিজেরা নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করে অন্যের উপর দোষ চাপাতে চাচ্ছে। শনিবার দুপুর ১২টায় সিরাজগঞ্জ-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি জেলা আওয়ামী লীগ কার্যালয়ে তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে বলেন, সিরাজগঞ্জ সদরসহ জেলার সর্বত্র নৌকা প্রতীকের প্রার্থীর প্রচার তুঙ্গে উঠেছে দেখে প্রতিদ্বন্দ্বী প্রার্থী দিশেহারা হয়ে উঠেছে। তারা মাঠে নেই, কোথাও কোন পোস্টার লিফলেট নেই। দলের সিনিয়ার সহসভাপতি সিরাজুল ইসলাম খানের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি হোসেন আলী হাসান, আলহাজ ইসহাক আলী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না, উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন। অপরদিকে এক ঘণ্টা আগে বিএনপি প্রার্থী (সিরাজগঞ্জ-২ আসন) রুমানা মাহমুদ তার নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে পুলিশের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করে বলেছেন, শুক্রবার বিকেলে শহীদ বুদ্ধিজীবী দিবস পালনের জন্য শহরের ইবি রোডের বিএনপি অফিসে যাবার প্রাক্কালে আইআই কলেজ রোডে বিনা উস্কানিতে পুলিশ বাধা দেয় এবং এক পর্যায়ে হামলা করে। পুলিশের রাবার বুলেট ও টিয়াশেলের আঘাতে প্রার্থী রুমানা মাহমুদ নিজে এবং দলের প্রায় ২০ জন আহত হয়।
×