ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রয়োজনে লাশ হব তবুও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করব ॥ গয়েশ্বর

প্রকাশিত: ০৬:৫২, ১৬ ডিসেম্বর ২০১৮

প্রয়োজনে লাশ হব তবুও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করব ॥ গয়েশ্বর

নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ১৫ ডিসেম্বর ॥ ঢাকা-৩ আসনে বিএনপির প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, এবারের নির্বাচন গণতন্ত্র উদ্ধারের নির্বাচন। জনগণকে সংগঠিত করে তাদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছি আমরা। প্রয়োজনে লাশ হব, তবুও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করব। শনিবার দুপুরে কেরানীগঞ্জের জিনজিরা ইউনিয়নে নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জনগণের ভোটাধিকার পাহারায় নির্বাচনের দিন আমাদের নেতাকর্মীরা ভোটকেন্দ্রে থাকবে। এ সময় আরও উপস্থিত ছিলেন, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাবেক সভাপতি নাজিমউদ্দিন মাস্টার, সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল কবির পল, জিনজিরা ইউনিয়নের সভাপতি ওমর শাহনেয়াজ প্রমুখ। শেরপুরে সড়ক দুর্ঘটনায় গৃহবধূ নিহত নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ১৫ ডিসেম্বর ॥ শ্রীবরদীতে বাস ও ভ্যানগাড়ির মুখোমুখি সংঘর্ষে মাজেদা বেগম (৪৫) নিহত হয়েছেন। শনিবার বিকেলে উপজেলার তাতিহাটি ইউনিয়নের গেরামারা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত মাজেদা বেগম স্থানীয় মৃত বদিউজ্জামানের স্ত্রী। পার্বতীপুরে বাইক আরোহী নিজস্ব সংবাদদাতা পার্বতীপুর থেকে জানান, শহরের অদূরে ফুলবাড়ী সড়কে বার্মা ফিলিং স্টেশনের কাছে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আখতারুল (৪৫) ব্যক্তি নিহত হয়েছে। তার বাড়ি উপজেলার মোমিনপুর ইউনিয়নের পশ্চিম দুর্গাপুর গ্রামে। ঘটনাটি ঘটেছে শনিবার সকাল ১০টায়।
×