ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

৫২পিস স্বর্ণ আটক

প্রকাশিত: ০৬:৫৪, ১৬ ডিসেম্বর ২০১৮

৫২পিস স্বর্ণ আটক

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ৫২ পিস স্বর্ণের বার (৬ কেজি ৩২ গ্রাম) জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। শনিবার সকালে দুবাই থেকে ছেড়ে আসা বিজি-২৪৮ ফ্লাইটের একটি সিটের নিচে থাকা ব্যাগ থেকে স্বর্ণেরবার জব্দ করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিন যাত্রীকে আটক করা হলেও পরে জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেয়া হয়। ওসমানী বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার আহমেদুর রেজা চৌধুরী জানান, উদ্ধার করা স্বর্ণের ওজন ৬ কেজি ৩২ গ্রাম। এর আনুমানিক মূল্য ২ কোটি ৭০ লাখ টাকা। ৪ বাংলাদেশী আহত নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ১৫ ডিসেম্বর ॥ হাতীবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে শিশু ও নারীসহ ৪ বাংলাদেশী কৃষক আহত হয়েছে।শনিবার সকালে উপজেলার বড়খাতা ইউনিয়নের পূর্ব সাড়ডুবি সীমান্তের ৮৯২ নং মেইন পিলারের নিকট এ ঘটনা ঘটে। আহতরা হলেন- ওই এলাকার সহিদুল ইসলাম (৩৫), জোবেদা বেগম (৩০), রবিউল ইসলাম (১৩) ও উপজেলার সিঙ্গিমারী এলাকার আব্দুল হামিদ (৪০)। স্থানীয়রা জানান, শনিবার সকালে ওই এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে ৪-৫ জন ছেলে তাদের ভুট্টাক্ষেতে পাখি তাড়াতে যায়। এ সময় ভারতীয় শীতলকুচি থানার রাজারবাড়ি তিলুক ক্যাম্পের কয়েক জন বিএসএফ সদস্য এসে তাদের ধরার চেষ্টা করলে তারা চিৎকার করে।
×