ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁও চিনিকলে আখ মাড়াই শুরু

প্রকাশিত: ০৬:৫৫, ১৬ ডিসেম্বর ২০১৮

ঠাকুরগাঁও চিনিকলে আখ মাড়াই শুরু

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ এক লাখ মেট্রিক টন আখ মাড়াই করে সাত হাজার আট শ’ ৫০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে ঠাকুরগাঁও চিনিকলে চলতি মৌসুমের আখ মাড়াই কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বিকেলে মিল চত্বরে উদ্বোধনী ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুস শাহী’র সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক আমিনুল ইসলাম প্রধান অতিথি ও অতিরিক্ত পুলিশ সুপার আল আসাদ মাহফুজুল হাসান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পরে অতিথিগণ মোনাজাতে এবং সুগার মিলের ডোঙ্গায় আখ ফেলে চলতি মৌসুমের ৬১তম আখ মাড়াই কার্যক্রমের উদ্বোধন করেন। মিল কর্তৃপক্ষ জানান, গতবছরের চার হাজার নয় শ’ মেট্রিকটন চিনি অবিক্রিত রেখে চলতি মৌসুমে এক লাখ মেট্রিক টন আখ মাড়াই করে সাত হাজার আট শ’ ৫০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চিনি আহরণের হার ধরা হয়েছে সাত দশমিক ২৫ ভাগ। কোন প্রকার যান্ত্রিক ত্রুটিতে না পরলে মিলটি এবার ৯০ দিন চলবে। আরও জানা যায়, ঠাকুরগাঁও চিনিকলে বর্তমান লোকসান দুই শ’ ৯৫ কোটি টাকা। এই লোকসান মোকাবেলায় ও শ্রমিক কর্মচারীদের বেতন দিতে ঋণ নিতে হয়েছে মিলটিকে। বিগত কয়েক বছর ধরে চিনির দাম কমে যাওয়ায় মিলটি ক্রমাগত লোকসানে পরে। এ বছর মিল গেটে প্রতি কুইন্টাল (এক শ’ কেজি) তিন শ’ ৫০ টাকা ও বাহিরে (সেন্টারে) তিন শ’ ৪৬ টাকা দরে আখ ক্রয় করবে।
×