ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শেরপুর চেম্বারের নির্বাচনে আ’লীগ সমর্থিত প্যানেলের সংখ্যাগরিষ্ঠতা লাভ

প্রকাশিত: ০৬:৫৬, ১৬ ডিসেম্বর ২০১৮

শেরপুর চেম্বারের নির্বাচনে আ’লীগ সমর্থিত প্যানেলের সংখ্যাগরিষ্ঠতা লাভ

নিজস্ব সংবাদদাতা, শেরপুর ॥ শেরপুরে চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি’র দ্বি-বার্ষিক নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। এ নির্বাচনে ৩ গ্রুপে ১৯ পরিচালকের মধ্যে ১৬ পদেই জয়ী হয়েছেন সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের প্রার্থীরা। অন্য ৩ পরিচালক পদে কেবল সাধারণ গ্রুপ থেকে বিজয়ী হয়েছেন ৩ স্বতন্ত্র প্রার্থী। রাতভর ভোটগণনা শেষে শনিবার ভোরে নির্বাচনের ওই ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এ্যাডভোকেট নারায়ণ চন্দ্র হোড়। এদিকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করায় সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ ঘোষিত সভাপতি পদে সাবেক সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান রৌশন, সিনিয়র সহ-সভাপতি পদে সাবেক সিনিয়র সহ-সভাপতি প্রকাশ দত্ত ও সহ-সভাপতি পদে আরিফ হোসেনই নির্বাচিত হতে যাচ্ছেন। শনিবার রাতে নির্বাচিত ১৯ পরিচালকের ভোটে ওই ৩ পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। ঘোষিত ফলাফল অনুযায়ী, ট্রেড গ্রুপে ২ পরিচালক পদে প্রকাশ দত্ত ও অজয় কুমার চক্রবর্তী জয়, সাধারণ গ্রুপে ১২ পরিচালক পদে আসাদুজ্জামান রৌশন, তৌহিদুর রহমান পাপ্পু, আরিফ হোসেন, বশিরুল ইসলাম সেলু, ওয়ালিদ বিন ফেরদৌস লোটাস (স্বতন্ত্র), মনির উদ্দিন আহমেদ, গোপাল চন্দ্র সাহা, আরিফুল কবীর আপেল (স্বতন্ত্র), নির্মল কুমার সাহা, রফিকুল ইসলাম (স্বতন্ত্র), লায়েছুর রহমান দারা ও বাহারাম বাদশা এবং সহযোগী গ্রুপে ৫ পরিচালক পদে খুরশিদ আলম মিঠু, রাজন সরকার রাজু, অটলেশ মালাকার, শুভ্র সাহা বাবন ও চন্দন কুমার সাহা। শুক্রবার শহরের নিউমার্কেটের নতুন ভবনে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত (নামাজের বিরতি বাদে) উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ট্রেড গ্রুপের ২৩ ভোটারের মধ্যে ২৩ জনই, সাধারণ গ্রুপে ১২৮০ ভোটারের মধ্যে ১১৯৪ জন ও সহযোগী গ্রুপের ৬৬৭ ভোটারের মধ্যে ৬৪৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ১৯ পদে একজন নারীসহ ৩১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
×