ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মানসম্পন্ন খাদ্য উৎপাদনে জোর দিতে হবে

প্রকাশিত: ০৬:৫৭, ১৬ ডিসেম্বর ২০১৮

মানসম্পন্ন খাদ্য উৎপাদনে জোর দিতে হবে

কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (গবেষনা) ড. মোঃ আবদুর রৌফ বলেছেন, মানসম্পন্ন খাদ্য উৎপাদনে জোর দিতে হবে। তাহলে কৃষিপণ্য বিদেশে কাক্সিক্ষত জায়গা করে নিতে পারবে। বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) কনফারেন্স রুমে কৃষি মিডিয়াভিত্তিক ত্রৈমাসিক প্রান্তিক কর্মশালা ও সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, কৃষিতে আমাদের অনেক চ্যালেঞ্জ রয়েছে। কৃষির অন্যতম সমস্যা শ্রমিক সঙ্কট মোকাবেলায় কৃষি যান্ত্রিকীকরণের গতিকে ত্বরান্বিত করতে হবে। ল্যান্ড জোনিং ও কমিউনিটি ফার্মিংয়ের মাধ্যমে আমাদের কৃষির উৎপাদনশীলতা বাড়নো সম্ভব। তিনি বলেন, সরকার গবেষণা ও সম্প্রসারণে বেশি গুরুত্ব দিচ্ছে। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের নতুন নতুন জাত এবং আধুনিক প্রযুক্তির প্রচার ও প্রসার ঘটাতে হবে। উচ্চমূল্যের ফসলসহ লাভজনক চাষাবাদে কৃষকদের উদ্বুদ্ধ করতে হবে। কৃষির সাফল্য ও কৃষকের উপযোগী অনুষ্ঠান প্রচারে বিশেষ গুরুত্বের তাগিদ দিয়ে প্রধান অতিথি বলেন আবহাওয়া, পোকামাকড় দমন, সার, বীজ এসব বিষয় সম্পর্কিত অনুষ্ঠান বেশি প্রচার করতে হবে। উঠান বৈঠককে কৃষকের কাছে উপভোগ্য করে তুলতে তাদের ভাষায় অনুষ্ঠান সাজিয়ে উপস্থাপন করতে হবে। -বিজ্ঞপ্তি
×