ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

আবারও সেরা মোহাম্মদ সালাহ

প্রকাশিত: ০৭:০৩, ১৬ ডিসেম্বর ২০১৮

আবারও সেরা মোহাম্মদ সালাহ

স্পোর্টস রিপোর্টার ॥ আবারও বিবিসি আফ্রিকার সেরা ফুটবলারের পুরস্কার জিতলেন মোহাম্মদ সালাহ। বৃহস্পতিবার টানা দ্বিতীয়বারের মতো এই পুরস্কার নিজের শোকেসে তুলেন লিভারপুলের মিসরীয় ফরোয়ার্ড। সেই সঙ্গে ইতিহাসেও জায়গা করে নেন মোহাম্মদ সালাহ। ইতিহাসের চতুর্থ ফুটবলার হিসেবে ব্যাক টু ব্যাক এই পুরস্কার জয়ের অবিশ্বাস্য কীর্তি গড়লেন তিনি। মূলত ক্লাব আর জাতীয় দলের জার্সিতে দুর্দান্ত পারফর্মেন্সের স্বীকৃতি হিসেবেই ২০১৮ সালে আফ্রিকার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হন সালাহ। ক্লাব সতীর্থ সাদিও মানে, নেপোলির রক্ষণ সৈনিক কালিদো কৌলিবালি, জুভেন্টাসের মেধি বেনাটিয়া এবং এ্যাটলেটিকো মাদ্রিদের মিডফিল্ডার থমাস পার্টেকে পেছনে ফেলেই সম্মানজনক এই পুরস্কার নিজের করে নেন সালাহ। ইংলিশ প্রিমিয়ার লীগের অন্যতম সেরা ক্লাব লিভারপুলের এই মিসরীয় ফরোয়ার্ড ২০১৭ সালেও আফ্রিকার বর্ষসেরার পুরস্কার জয়ের স্বাদ পেয়েছিলেন। তার আগে দুইবার এই পুরস্কার জিতেছিলেন নানকো কানু, জে জে ওকোচা ও ইয়াইয়া তোরে। এবার তাদের সেই রেকর্ডে ভাগ বসালেন লিভারপুলের মিসরীয় ফরোয়ার্ড। তার আগে মিসরীয় ফুটবলার হিসেবে এই পুরস্কার জিতেছিলেন মাত্র দু’জন। তারা হলেন মোহাম্মদ বারাকাত ও মোহাম্মদ আবৌত্রিকা। লিভারপুলের ইতিহাসেও সালাহ প্রথম ফুটবলার হিসেবে এই পুরস্কার টানা দুইবার জিতেন। তার আগে একবার আফ্রিকার বর্ষসেরার খেতাব জিতেছিলেন লিভারপুলের সাবেক স্ট্রাইকার এল হাদি ডিউফ। ইতালিয়ান জায়ান্ট রোমা ছেড়ে ২০১৭ সালে ইংলিশ ক্লাব লিভারপুলে যোগ দেন সালাহ। গেল মৌসুমে অসাধারণ পারফরর্মেন্স প্রদর্শন করেছেন তিনি। নিজের প্রথম মৌসুমে ৫২ ম্যাচে লিভারপুলের জার্সিতে প্রতিনিধিত্ব করেন তিনি। এই সময়ে প্রতিপক্ষের জালে ৪৪ বার বল জড়ান সালাহ। এছাড়া ঐ আসরের চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালও খেলেছেন তিনি।
×