ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে ইসির ভূমিকা সন্তোষজনক’

প্রকাশিত: ০৭:৫৯, ১৬ ডিসেম্বর ২০১৮

শান্তিপূর্ণ নির্বাচন  অনুষ্ঠানে ইসির  ভূমিকা  সন্তোষজনক’

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ করার কাজে সন্তোষজনক ভূমিকা রাখছেন নির্বাচন কমিশন। তবে শান্তিপূর্ণ নির্বাচনের জন্য রাজনৈতিক দলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকল রাজনৈতিক দল সোহার্দ্যপূর্ণ আচরণ করলে একাদশ সংসদ নির্বাচন হবে স্মরণীয়। নির্বাচন প্রশ্নবিদ্ধ হয় এমন কোন আচরণ বা বিবৃতি পর্যবেক্ষকরা দিতে পারবেন না। শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত পর্যবেক্ষক প্রশিক্ষণ কর্মশালায় বিশেষজ্ঞরা এ অভিমত ব্যক্ত করেছেন। ইলেকশন মনিটরিং ফোরাম আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের নির্বাহী পরিচালক ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মহাসচিব অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবেদ আলী। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান। প্রধান আলোচক ছিলেন সংগঠনের উপদেষ্টা বিচারপতি শিকদার মকবুল হক, উদ্বোধনী বক্তব্য রাখেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সভাপতি বিচারপতি মোঃ আব্দুস সালাম, ইলেকশন মনিটরিং ফোরামের সদস্য মোহাম্মদ ইকবাল, সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ইসলাম, আসক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ শামসুল হক, বিবি আছিয়া ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ মনির হোসেন প্রমুখ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান নির্বাচনী আচরণবিধির প্রতি শ্রদ্ধাশীল হয়ে দায়িত্ব পালনের আহবান জানান পর্যবেক্ষকদের। তিনি বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সঙ্গে দেশের মানুষকে চারিত্রিক ও মানবিক গুণাবলী অর্জন করতে হবে। দেশদ্রোহী কারা তাদের আপনারা চেনেন, জানেন। তাদের ভোটদান থেকে বিরত থাকবেন। বিচারপতি শিকদার মকবুল হক বলেন, কোন রাজনৈতিক দলের এজেন্ট যেন ভোট গণনায় অংশ নিতে না পারে সে ব্যাপারে নির্দেশনা দিয়েছিল নির্বাচন কমিশন। এজেন্টরা যেন ভোটের কোন সামগ্রীতে হাত দিতে না পারে সে ব্যাপারে সতর্ক হতে রিটার্নিং অফিসার ও প্রিজাইডিং অফিসারদের বলেছিলেন নির্বাচন কমিশন সচিব। ইলেকশন মনিটরিং ফোরামের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবেদ আলী বলেন, ১৫ হাজার পর্যবেক্ষক যদি বিক্ষিপ্তভাবে মিডিয়ার সঙ্গে কথা বলেন তাহলে আপনারা রিপোর্টে লিখবেন কী? বিক্ষিপ্তভাবে কথা বলে নির্বাচনটা প্রশ্নবিদ্ধ করবেন না। কথা বলাটা আমাদের জন্য ক্ষতিকারক। তিনি আরও বলেন, আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ করার কাজে সন্তোষজনক ভূমিকা রাখছে নির্বাচন কমিশন। তবে শান্তিপূর্ণ নির্বাচনের জন্য রাজনৈতিক দলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকল রাজনৈতিক দল সোহার্দ্যপূর্ণ আচরণ করলে একাদশ সংসদ নির্বাচন হবে স্মরণীয়। বক্তারা আরও বলেন, ইলেকশন মনিটরিং ফোরামে সম্পৃক্ত নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধিত ২৫টি সংগঠন ও ২৬টি এনজিও সংস্থার বিপুল সংখ্যক পর্যবেক্ষকের সঙ্গে ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, জাপান, কানাডা, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের বিদেশী পর্যবেক্ষক নির্বাচনের দিন মাঠে থাকবে।
×