ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জাতীয় প্রেসক্লাবে সাইফুল-ফরিদা প্যানেলের পরিচিতি সভা

প্রকাশিত: ০৭:৫৯, ১৬ ডিসেম্বর ২০১৮

 জাতীয় প্রেসক্লাবে  সাইফুল-ফরিদা  প্যানেলের  পরিচিতি সভা

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় প্রেসক্লাবের আসন্ন নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম মনোনীত সাইফুল-ফরিদা প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এ সভায় সাইফুল-ফরিদা প্যানেলকে বিজয়ী করতে ফোরামের সকল সদস্যের প্রতি আহবান জানান সাংবাদিক নেতৃবৃন্দ। প্যানেল পরিচিতি সভায় সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, জাতীয় প্রেসক্লাব নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম মনোনীত সাইফুল-ফরিদা প্যানেল প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে। তিনি বলেন, প্যানেল মনোনয়ন নিয়ে মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরামের সদস্যদের মধ্যে মান অভিমান, দুঃখ, ভুল বোঝাবুঝি থাকতে পারে। কিন্তু ১৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনে সব ভেদাভেদ ভুলে গিয়ে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে বিজয়ী করার বিকল্প নেই। সবাইকে মনে রাখতে হবে নিজেদের ভুলে নির্বাচনে পরাজিত হলে বিজয়ী হবে বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা। সাইফুল-ফরিদা প্যানেলের ১৭ সদস্যকে মঞ্চে ডেকে উপস্থিত জাতীয় প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে পরিচয় করিয়ে দেন ইকবাল সোবহান চৌধুরী। এ সময় মুক্তিযুদ্ধের চেতনায় জাতীয় প্রেসক্লাবের সার্বিক কার্যক্রম আরও বেগবান করতে মহান বিজয়ের মাসে বিজয়ী করতে ক্লাব সদস্যদের প্রতি অনুরোধ জানান সভাপতি প্রার্থী সাইফুল আলম ও সাধারণ সম্পাদক প্রার্থী ফরিদা ইয়াসমিন। ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরীর সঞ্চালনায় জাতীয় প্রেসক্লাবের প্যানেল পরিচিতি সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনয়ন (বিএফইউজে) সভাপতি মোল্লা জালাল, মহাসচিব শাবান মাহমুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সভাপতি আবু জাফর সূর্য, বিএফইউজের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, শাহজাহান মিয়া, সাবেক মহাসচিব আবদুল জলিল ভুইয়া, দৈনিক সময়ের আলোর সম্পাদক রফিকুল ইসলাম রতন প্রমুখ। উল্লেখ্য, এবার জাতীয় প্রেসক্লাবের নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম মনোনীত প্যানেলে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন করছেন সাইফুল আলম (যুগান্তর) ও ফরিদা ইয়াসমিন (ইত্তেফাক)। এ ছাড়াও ১৭ সদস্যের প্যানেলে নির্বাচন করছেন সিনিয়র সহ-সভাপতি পদে মোঃ ওমর ফারুক (বাসস), সহ-সভাপতি পদে আজিজুল ইসলাম ভুঁইয়া (বাংলাদেশের খবর), যুগ্ম সম্পাদক পদে শাহেদ চৌধুরী (সমকাল) ও মাঈনুল আলম (ইত্তেফাক), কোষাধ্যক্ষ পদে শ্যামল দত্ত (ভোরের কাগজ) এবং সদস্য পদে কুদ্দুস আফ্রাদ (আনন্দবাজার পত্রিকা), রেজোয়ানুল হক রাজা (মাছরাঙা টিভি), শামসুদ্দিন আহমেদ চারু (ইত্তেফাক), শাহনাজ বেগম (অবজারভার), কল্যাণ সাহা (চ্যানেল আই), হাসান আরেফিন (বর্তমান), আলী হাবিব (কালের কণ্ঠ), মোঃ আইয়ুব ভূঁইয়া (বাসস), রহমান মুস্তাফিজ (মোহনা টিভি) ও শাহনাজ সিদ্দিকী (বাসস)।
×