ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

মার্কিন বিমান হামলায় ২০ আফগান নারী ও শিশু নিহত

প্রকাশিত: ১৭:১৩, ১৬ ডিসেম্বর ২০১৮

মার্কিন বিমান হামলায় ২০ আফগান নারী ও শিশু নিহত

অনলাইন ডেস্ক ॥ আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে মার্কিন বাহিনীর বিমান হামলায় অন্তত ২০ জন নারী ও শিশু নিহত হয়েছে। স্থানীয় সরকারি কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। সম্প্রতি এ হামলা আট জন নারী ও ১২টি শিশু মারা গেছে। প্রাদেশিক পরিষদের সদস্য আবদুল লতিফ ফাজলি জানান, হামলায় নিহতদের পাশাপাশি ১৫ জন আহত হয়েছে। কুনার প্রদেশের গভর্নর আবদুস সাত্তার মিরজাকওয়াল বলেন, আফগান সেনারা শেলতান এলাকায় অভিযান চালিয়েছে এবং তালেবান ও আল-কায়েদার ৩৮ সদস্য নিহত ও ১২ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে চার বিদেশি নাগরিক রয়েছে। তিনি জানান, তালেবান কমান্ডার শরীফ মাবিয়াকে লক্ষ্য করে এ অভিযান চালানো হয় কিন্তু অভিযানের সময় বিমান হামলায় অজ্ঞাত সংখ্যক বেসামরিক নাগরিক মারা গেছে যার মধ্যে নারী ও শিশু রয়েছে। গভর্নর জানান, বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। এর আগে গত অক্টোবর মাসে জাতিসংঘ বলেছিল, ২০০৯ সালের পর এবারই বছরের প্রথম নয় মাসে যেকোনো বছরের তুলনায় বেশি বেসামরিক নাগরিক মারা গেছে। ওই নয় মাসে মার্কিন বাহিনীর বিমান হামলায় ৩১৩ জন বেসামরিক নাগরিক নিহত ও ৩৩৬ জন আহত হয়েছিল।
×