ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নিষেধাজ্ঞা থেকে বাঁচার উপায় শেখাবে ইরান ॥ জারিফ

প্রকাশিত: ১৭:১৪, ১৬ ডিসেম্বর ২০১৮

নিষেধাজ্ঞা থেকে বাঁচার উপায় শেখাবে ইরান ॥ জারিফ

অনলাইন ডেস্ক ॥ কাতার সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশকে মার্কিন নিষেধাজ্ঞা থেকে বাঁচার উপায় শিক্ষা দেবে তেহরান। তিনি শনিবার দোহায় অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে দেয়া বক্তব্যে একথা জানান। জারিফ বলেন, “এটা স্পষ্ট যে, মার্কিন নিষেধাজ্ঞার কারণে আমরা চাপের মুখে আছি। কিন্তু এই চাপের কারণে আমরা কি আমাদের নীতিতে পরিবর্তন আনব? আমি এই নিশ্চয়তা দিচ্ছি যে, সে দিন কখনোই আসবে না।” ১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের পর থেকেই আমেরিকাসহ পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞার মুখে রয়েছে ইরান। অন্যদিকে ২০১৭ সালের জুন মাস থেকে কাতারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশর। সম্প্রতি ইরানের পররাষ্ট্রমন্ত্রী দোহা সম্মেলনে বলেন, “এমন কোনো শিল্প যদি থেকে থাকে যার ওপর ইরান পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে এবং তা অন্যকে শিক্ষা দিতে পারে তা হচ্ছে নিষেধাজ্ঞাকে পাশ কাটিয়ে স্বাভাবিক জীবনযাপন অব্যাহত রাখা।” মোহাম্মাদ জাওয়াদ জারিফ তার বক্তব্যের অন্য অংশে পরমাণু সমঝোতা প্রসঙ্গেও কথা বলেন। তিনি জানান, ইরানের স্বার্থ রক্ষিত হলে এবং ইউরোপীয় ইউনিয়ন নিজের প্রতিশ্রুতি রক্ষা করলে তার দেশ এই সমঝোতায় অটল থাকবে। আমেরিকার সঙ্গে আলোচনার সম্ভাবনা পুরোপুরি নাকচ করে দিয়ে জারিফ বলেন, যে দেশটি ইরানের জন্য ১২টি পূর্বশর্ত আরোপ করে তার সঙ্গে তেহরান কোনো অবস্থায়ই আলোচনায় বসবে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, নিষেধাজ্ঞা সত্ত্বেও তার দেশ বিশ্বের সঙ্গে যোগাযোগ ও তেল রপ্তানি চালিয়ে যাচ্ছে। অন্যদিকে যারা ইরানের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছে তারাই পরাজিত হয়েছে। ইরান মধ্যপ্রাচ্যে সামরিক হস্তক্ষেপ করছে বলে আমেরিকা যে অভিযোগ করে তা নাকচ করে দিয়ে জারিফ বলেন, আমেরিকাই বরং সাত সমুদ্রের ওপার থেকে এসে মধ্যপ্রাচ্যে সামরিক হস্তক্ষেপ করছে। অন্যদিকে ইরান সিরিয়ায় সেদেশের সরকারের আমন্ত্রণে সাড়া দিয়ে সামরিক উপদেষ্টা পাঠিয়েছে। ইরান সেদিনই সিরিয়া থেকে সামরিক উপদেষ্টা প্রত্যাহার করবে যেদিন দামেস্ক সরকার সে অনুরোধ জানাবে।
×