ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ করা হচ্ছে ॥ স্টিফেন ডুজারিচ

প্রকাশিত: ১৭:১৬, ১৬ ডিসেম্বর ২০১৮

বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ করা হচ্ছে ॥ স্টিফেন ডুজারিচ

অনলাইন ডেস্ক ॥ জাতিসংঘ ও বিদেশি বন্ধুরা বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন খুব ভালোভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিচ। তিনি বলেন, তারা এখানে কোনো অশান্তি ছাড়া শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায়। বাংলাদেশের নাগরিকদের উন্নয়নের জন্যই তারা এখানে সুষ্ঠু, অংশগ্রহণমূলক এবং শান্তিপূর্ণ নির্বাচন চান, যাতে বাংলাদেশের উন্নয়ন আরো ত্বরান্তিত হয় বলে মন্তব্য করেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র। স্টিফেন ডুজারিচ বলেন, আমরা কিছু নীতিতে বিশ্বাস করি। যেখানে কোনো ভয়ডর ছাড়া সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। শনিবার জাতিসংঘের সদর দপ্তরে নিয়মিত ব্রিফিংয়ে অংশ নিয়ে মহাসচিবের মুখপাত্র আবারও জানান, তারা বাংলাদেশের এই নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠাচ্ছেন না। তবে নির্বাচনের ওপর তাদের সার্বিক পর্যবেক্ষণ রয়েছে। বাংলাদেশের নির্বাচন কমিশনের পক্ষ থেকে জাতিসংঘের সহায়তা চাওয়া প্রসঙ্গে ডুজারিচ বলেন, বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘ কার্যালয় এই নির্বাচনে সহায়তা করবে।
×