ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

ছদ্মবেশী মুক্তিযোদ্ধারা বিএনপির নেতৃত্বে এক্যবদ্ধ হয়েছে ॥ কাদের

প্রকাশিত: ১৭:৪২, ১৬ ডিসেম্বর ২০১৮

ছদ্মবেশী মুক্তিযোদ্ধারা বিএনপির নেতৃত্বে এক্যবদ্ধ হয়েছে ॥ কাদের

নিজস্ব সংবাদদাতা, ফেনী ॥ ছদ্মবেশী মুক্তিযোদ্ধা ও ছদ্মবেশী কিছু গনতন্ত্রী বিএনপির নেতৃত্বে এক্যবদ্ধ হয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ৭১ এর পরাজিত সাম্প্রদায়িক অপশক্তির সাথে ছদ্মবেশী মুক্তিযোদ্ধা ও ছদ্মবেশী কিছু গনতন্ত্রী বিএনপির নেতৃত্বে এক্যবদ্ধ হয়েছে, এ অশুভ অপশক্তিকে প্রতিহত করতে হবে এবং এদেরকে পরাজিত করে বিজয়ী হতে হবে । আজ রবিবার ভোরে মহান বিজয় দিবস উপলক্ষে ফেনীর শহীদ স্তৃতিস্তম্ভে পুস্পমাল্য অপর্ন শেষে সাংবাদিকদের এ কথা বলেন। মন্ত্রী বলেন- আমরা সুশাসনের পথে সকল চেলেঞ্জেকে অতিক্রম করবো, আগামী নির্বাচনকে সামনে রেখে পরবর্তী ৫ বছরের জন্য জনগনের কাছে এটা আমাদের ওয়াদা। আমরা মঙ্গাকে যেভাবে যাদুঘরে পাঠিয়েছি দারিদ্র বেকারত্বকে সেভাবে যাদুঘরে পাঠাবো। কাদের বলেন, নির্বাচনকে সামনে রেখে নৌকার গনজোয়ার দেখে বিএনপি নিশ্চিত পরাজয় জেনে অপশক্তির সঙ্গে হাত মিলিয়েছে। তাদের নীল নকশা হিসাবে উসকানীমূলক ঘটনা ঘটিয়ে দেশের বিভিন্ন স্থানে আইনশৃংখলার অবনতী করছে। নিজেরা নিজেদের উপর হামলা করে সরকারের উপর দোষ চাপানোর চেষ্টা চালাচ্ছে।
×