ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

যৌন অসদাচরণের দায়ে শাবি শিক্ষক চাকরিচ্যুত

প্রকাশিত: ২১:৪৭, ১৬ ডিসেম্বর ২০১৮

যৌন অসদাচরণের দায়ে শাবি শিক্ষক চাকরিচ্যুত

অনলাইন রিপোর্টার ॥ সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক প্লাবন সাহাকে ‘যৌন অসদাচরণের’ কারণে চাকরিচ্যুত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শনিবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত হয় বলে কেমিকেল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের অধ্যাপক মস্তাবুর রহমান জানান। তিনি বলেন, এক শিক্ষার্থী যৌন নিপীড়নের অভিযোগ আনায় গত অক্টোবরে প্লাবন সাহার বিরুদ্ধে তদন্ত কমিটি হয়েছিল। তদন্তে যৌন অসদাচরণের প্রমাণ পাওয়ায় সিন্ডিকেট তাকে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নিয়েছে। অভিযোগকারী শিক্ষার্থী যৌন নিপীড়নের অভিযোগ আনলেও ‘অসদাচরণের’ ওই ঘটনায় তারও সংশ্লিষ্টতা ছিল মন্তব্য করে অধ্যাপক মস্তাবুর রহমান বলেন, ওই শিক্ষার্থীকেও দুই বছরের জন্য বহিষ্কার করেছে সিন্ডিকেট। প্লাবন সাহা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে অনার্স মাস্টার্স শেষ করে ২০১৬ সালে প্রভাষক হিসেবে শিক্ষকতা শুরু করেন। একই বছরে সহাকারী প্রক্টরের দায়িত্ব পান তিনি। অভিযোগ ওঠার পর গত ১৫ অক্টোবর সিন্ডিকেট সভা থেকে তাকে সহাকারী প্রক্টরের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
×