ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

গলাচিপায় আওয়ামী লীগ ও বিএনপির কার্যালয় ভাংচুর

প্রকাশিত: ০০:৪৮, ১৬ ডিসেম্বর ২০১৮

গলাচিপায় আওয়ামী লীগ ও বিএনপির কার্যালয় ভাংচুর

স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ গলাচিপার ডাকুয়া ইউনিয়নের তেতুলতলা বাজারে শনিবার রাতে আওয়ামী লীগ ও বিএনপির কার্যালয় লুটপাট ও ভাংচুরের পাল্টাপাল্টি অভিযোগ পাওয়া গেছে। আওয়ামী লীগের ডাকুয়া ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান বদরুল ইসলাম বাদল খানের গলাচিপা থানায় দায়ের করা মামলায় অভিযোগ করা হয়েছে, ঘটনার সময়ে আওয়ামী লীগের কর্মীরা নির্বাচনী মিছিল বের করে। এ সময় পিছন থেকে আকস্মিক ভাবে বিএনপির একদল কর্মী ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে আওয়ামী লীগের মিছিলে হামলা করে। হামলাকারীরা আওয়ামী লীগের কার্যালয় ভাংচুর ও লুটপাট করে। একটি মোটরসাইকেলও ভাংচুর করে। হামলাকারীরা দু’টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে দু’টি তাজা ককটেল উদ্ধার করে। এ মামলায় গলাচিপা উপজেলা বিএনপির একাংশের সভাপতি মোঃ শাহজাহান খান, তার ছেলে শিপলু খান, বিএনপির মনোনীত প্রার্থী গোলাম মাওলা রনির শ্যালক মকবুল খান, ছোট ভাই মোঃ সরোয়ারসহ ৪৮ জনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাত ৩৫/৪০ জনকে আসামি করা হয়েছে। বিএনপির পক্ষ থেকেও অনুরূপ ভাবে তাদের কার্যালয় ভাংচুরের অভিযোগ করা হয়েছে। গলাচিপা থানার অফিসার ইনচার্জ আখতার মোর্শেদ বিএনপি কার্যালয় ভাংচুরের অভিযোগ মিথ্যা দাবি করে জানান, আওয়ামী লীগ নেতার দায়ের করা মামলাটি বিস্ফোরক আইনে রেকর্ড করা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
×