ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কুয়াকাটায় ভাড়াটে মোটর সাইকেল চালক হত্যার ঘটনায় গ্রেফতার ২

প্রকাশিত: ০১:০০, ১৬ ডিসেম্বর ২০১৮

কুয়াকাটায় ভাড়াটে মোটর সাইকেল চালক হত্যার ঘটনায় গ্রেফতার ২

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া ॥ কুয়াকাটা সৈকতের মাঝিবাড়ি স্পটে জবাই করে মোটর সাইকেল চালক মোঃ কাওসারকে (২০) হত্যার ঘটনায় জড়িত মূল হোতা সন্দেহে সাইদুর রহমান এবং সহযোগী মোঃ সজীবকে পুলিশ পটুয়াখালীর মির্জাগঞ্জ থেকে গ্রেফতার করেছে। এসময় ছিনতাই হওয়া মোটর সাইকেলটি উদ্ধার করা হয়। মির্জাগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোঃ শাহআলম জানান, শুক্রবার বিকালে এদের গ্রেফতার করে মহিপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ঝাটিবুনিয়া গ্রাম থেকে প্রথমে নিহতের খালাতো ভাই সজিবকে গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তী অনুসারে সুবিদখালী কলেজের পেছন থেকে মোটর সাইকেলটি উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় মূল হোতা সাইদুরকে। সাইদুর মালয়শিয়া প্রবাসী আঃ রশিদ মিয়ার ছেলে এবং সজিবের বাবার নাম সাগরদীপ। তিনি সৌদি প্রবাসী। মঙ্গলবার সন্ধ্যায় কুয়াকাটা সৈকতের মাঝিবাড়ি স্পট থেকে কাওসারের গলাকাটা মরদেহ পুলিশ উদ্ধার করে। নিহত কাওসারের বাবার নাম ফারুক হাওলাদার। মির্জাগঞ্জের দেউলি গ্রামে বাড়ি। কাওসার ভাড়ায় মোটর সাইকেল চালাতো। যাত্রী সেজে কুয়াকাটা এসে এ হত্যাকান্ড ঘটায় বলে পুলিশ প্রাথমিক তদন্তে নিশ্চিত হয়েছে।
×