ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ওয়ারী থেকে বোমার সরঞ্জাম উদ্ধার, তদন্তে পুলিশ ও গোয়েন্দারা

প্রকাশিত: ০৪:০১, ১৭ ডিসেম্বর ২০১৮

ওয়ারী থেকে বোমার সরঞ্জাম উদ্ধার, তদন্তে পুলিশ ও  গোয়েন্দারা

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর ওয়ারীর গোয়ালঘাটের একটি দোকান থেকে দুটি তাজা ইমপ্রোভাইস এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধারের ঘটনার তদন্তে মাঠে নেমেছে পুলিশ এবং গোয়েন্দা সংস্থা। এ ঘটনায় রবিবার পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। তবে এ ঘটনায় জড়িতদের আটক করার জন্য রাতভর অভিযান চলে গোয়ালঘাট ও আশপাশের এলাকায়। ওয়ারী বিভাগ পুলিশের উপ-কমিশনার মোঃ ফরিদ উদ্দিন জনকণ্ঠকে জানান, প্রাথমিকভাবে তিনটি সম্ভাব্য কারণ সামনে রেখে তদন্ত চলছে। এগুলো হচ্ছে- নির্বাচন কেন্দ্রিক নাশকতা, মার্কেটের মালিক ও ভাড়াটিয়ার পুরনো বিরোধের জের এবং অজ্ঞাত নম্বর থেকে এসএমএস-দাতার পরিচয়। এদিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, গ্রেফতার আতঙ্কে শুক্রবার রাত থেকে আশপাশের অধিকাংশ দোকান মালিকই গা ঢাকা দিয়েছে। মাহবুব রহমান নামে এক সন্দেহভাজনকে ধরতে কয়েকটি দোকানে গিয়ে জিজ্ঞাসা করে পুলিশ। কোন তথ্য না পেয়ে তার ২২/১, গোয়ালঘাটের বাসা সম্পর্কে খোঁজখবর নেয়। উল্লেখ্য, শনিবার দুপুরে গোয়ালঘাট লেনের ১২/১ আব্দুস সাত্তার মার্কেটের ‘একরাম মোটরস’ নামে একটি দোকান থেকে দুটি তাজা আইইডি, ডেটোনেটর ও বোমা তৈরির সরঞ্জাম এবং পাশের ‘নাদিম এন্টারপ্রাইজ’ নামে দোকান থেকে অস্ত্রের যন্ত্রাংশ উদ্ধার করে ওয়ারী থানা পুলিশ।
×