ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান

নৌকার পক্ষে লক্ষ্মীপুর পৌর মেয়রের গণসংযোগ

প্রকাশিত: ০৪:০৬, ১৭ ডিসেম্বর ২০১৮

 নৌকার পক্ষে লক্ষ্মীপুর  পৌর মেয়রের  গণসংযোগ

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ১৬ ডিসেম্বর ॥ লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে নৌকা প্রতীক প্রার্থী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামালের পক্ষে তিনবারের নির্বাচিত পৌর মেয়র মুক্তিযোদ্ধা মোঃ আবু তাহের জনগণের কাছে ভোট চেয়ে ব্যাপক প্রচার চালাচ্ছেন। একই সঙ্গে সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগ সভাপতি একেএম সালাউদ্দিন টিপু দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে নৌকা প্রতীক প্রার্থীর পক্ষে ভোটারদের সঙ্গে মতবিনিময়, গণসংযোগ ও যোগাযোগ চালিয়ে যাচ্ছেন। রবিবার তারা জেলা শহরের পৌরসভার বিভিন্ন এলাকায় প্রচার চালিয়ে ভোটারদের কাছে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন। পৌর মেয়র জেলা আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু তাহের আওয়ামী লীগ সরকারের উন্নয়ন অগ্রযাত্রার কথা তুলে ধরে লক্ষ্মীপুরের সদর-৩ আসন বর্তমানে রাতদিন চষে বেড়াচ্ছেন। ভোটারদের কাছে তুলে ধরছেন, শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড। পৌঁছে দিচ্ছেন, প্রধানমন্ত্রীর বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড সংবলিত উন্নয়নের ফিরিস্তি। ভোটারদের দৃষ্টি কাড়ছেন, আগামী নির্বাচনে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত করতে নৌকা প্রতীকের জন্য ভোট চাইছেন। এ সময় তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র সংবলিত উন্নয়নপত্র বিতরণ করেন। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে দেশের উন্নয়ন অগ্রযাত্রার ধারাবাহিকতা রক্ষার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে বিগত দিনে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে তাদের খুন-খারাবি এবং ত্রাসের রাজত্বের চিত্র সাধারণ মানুষের কাছে তুলে ধরেন। তিনি বলেন, তখন মানুষের কোন নিরাপত্তা ছিল না। লক্ষ্মীপুরের মানুষের ঘুম ভাঙত গুলির শব্দে। এখন আর সেদিন নেই। লক্ষ্মীপুরে এখন সন্ত্রাসী নেই। এখন এটি শান্তির জনপদে পরিণত হয়েছে। তিনি বলেন, বিএনপি জামায়াতের আমলে ১৫/১৬ সন্ত্রাসী বাহিনী ছিল। তাদের হাতে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে লক্ষ্মীপুরে আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী নিহত হয়েছে। এর মধ্যে সদর আসনে নিহত হয়েছে আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মী। আহত হয়েছে চার শতাধিক। এর মধ্যে পঙ্গু হয়েছে আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী। এর মধ্যে রয়েছে, ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মী। তিনি বলেন, গত ১০ বছরে পৌর এলাকাসহ গোটা জেলায় উন্নয়নমূলক যে কাজ হয়েছে। গত ৫০ বছরে তা হয়নি। সেটি সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত নেতৃত্বে। নৌকা প্রতীকে ভোট দিলে শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হবেন। এতে সারাদেশের সঙ্গে লক্ষ্মীপুরের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। এতে সাধারণ মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন ঘটবে। দেশ দ্রুত সমৃদ্ধশালী হবে। মুক্তিযোদ্ধা তাহের রবিবার বিকেলে পৌরসভার ১৫টি ওয়ার্ডের জেলার প্রাণ কেন্দ্র বাঞ্চানগর ৬নং ওয়ার্ড, ৫নং ওয়ার্ড, উত্তরবাজার, চকবাজার, তমিজ উদ্দিন মার্কেট, কালিবাজার রোড, দক্ষিণ তেমুহানী, পশ্চিম তেমুহানী, ইটেরপুল, পশ্চিম বাঞ্চানগর, পূর্ব বাঞ্চানগর, মজুপুর, দক্ষিণ মজুপুরসহ পৌর শহরের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন এবং বিভিন্ন পথসভায় বক্তব্য রাখেন। এ সময় তার সঙ্গে বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর আবুল খায়ের স্বপন, উত্তম দত্ত, জেসমিন আক্তার, রাইমা আক্তারসহ অন্যান্য কাউন্সিলর, আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অন্যান্য অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। একই সময়ে জেলা যুবলীগ সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম সালাউদ্দিন টিপু শহরের বিভিন্ন এলাকায় পথসভায় যোগ দেন এবং শেখ হাসিনার জন্য নৌকা প্রতীকের ভোট প্রার্থনা করেন ভোটারদের কাছে। এ সময় তার সঙ্গে যুবলীগের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। অপরদিকে বিএনপিও নাছোড় বান্দা। তারাও ছাড় দেয়ার নয়। বিএনপির সাধারণ নেতাকর্মীরা ভোটারদের কাছে ভোট চাইছে। গণসংযোগ চালাচ্ছে ধানের শীষ প্রতীক প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির পক্ষে। এ ছাড়া অন্যদলের প্রচার লক্ষ্যণীয় নয় বলে ভোটাররা জানান।
×