ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কিশোরগঞ্জ-৬ ॥ দুই প্রধান প্রতিদ্বন্দ্বীর গণসংযোগ

প্রকাশিত: ০৪:০৭, ১৭ ডিসেম্বর ২০১৮

 কিশোরগঞ্জ-৬ ॥ দুই প্রধান প্রতিদ্বন্দ্বীর গণসংযোগ

নিজস্ব সংবাদদাতা, ভৈরব, ১৬ ডিসেম্বর ॥ কিশোরগঞ্জ-৬ ভৈরব-কুলিয়ারচর আসনে আত্তয়ামী লীগ প্রার্থী নাজমুল হাসান পাপন গণসংযোগ করছেন। এ সময় তিনি এলাকার প্রতিটি দোকানে দোকানে ক্রেতা বিক্রেতা ও এলাকাবাসী সকলের সঙ্গে কোলাকুলি হাত মেলান এবং কুশলবিনিময় করেন। তিনি নৌকায় ভোট প্রার্থনা করেন। গণসংযোগের পূর্বে তার বাসভবনে গণমাধ্যম কর্মীদের নাজমুল হাসান পাপন বলেন, এলাকায় হাসপাতাল, স্টেডিয়াম, কালি নদীর ওপর ব্রিজ রাস্তাঘাট কালভার্টসহ প্রচুর উন্নয়ন হয়েছে। আমি গণসংযোগ করছি প্রচুর সাড়া পাচ্ছি আমি মানুষের কাছে যাওয়ার চেষ্টা করছি। কিশোরগঞ্জ-৬ ভৈরব-কুলিয়ারচর আসনে বিএনপি প্রার্থী শরিফুল আলম নিজ এলাকা কুলিয়ারচরের ওসমানপুর ইউনিয়নে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগ শুরু করেন। তিনি বাড়ি বাড়ি পাড়ায় পাড়ায় গিয়ে বিভিন্ন পুরুষ-মহিলা, কিশোর-কিশোরীদের কাছে ধানের শীষে ভোট প্রার্থনা করেন। এ সময় এলাকার মুরব্বিদের সঙ্গে কোলাকুলিসহ ভোট প্রার্থনা করেন। তাছাড়া মহিলাদের উঠান বৈঠকে তিনি বলেন ধানের শীষ এবার জোয়ার এসেছে আগামী ৩০ ডিসেম্বর যেকোন মূল্য জনগণ কেন্দ্রে উপস্থিত হয়ে ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিয়ে বিজয় সুনিশ্চিত করবে। তিনি সংবাদ সম্মেলন করে বলেন, পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীরা নির্বাচনী প্রচারে বাধা দিচ্ছে।
×