ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নাটোরে নির্বাচনী প্রচারে হামলার প্রতিবাদ

প্রকাশিত: ০৪:০৭, ১৭ ডিসেম্বর ২০১৮

 নাটোরে নির্বাচনী  প্রচারে হামলার  প্রতিবাদ

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ১৬ ডিসেম্বর ॥ নাটোর-২ আসনে বিএনপি প্রার্থীর নির্বাচনী প্রচারে সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। রবিবার বেলা ২টায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয় নাটোর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সহধর্মিণী সাবিনা ইয়াসমিন ছবি বেলা সাড়ে ১১টার দিকে দলীয় কার্যালয় থেকে নির্বাচনী গণসংযোগ শুরু করেন। দুপুরে শহরের স্টেশন বাজার এলাকায় গণসংযোগ করতে গেলে তাদের ওপর হামলা চালায় সন্ত্রাসীরা। এ সময় জেলা যুবদলের তিন নেতাকর্মী আহত হয়। পরে আহতদের উদ্ধার করে বিএনপি কার্যালয়ে নিয়ে আসা হয়। সাবিনা ইয়াসমিন ছবি অভিযোগ করে বলেন, শনিবার আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম শিমুল তাকে নির্বিঘেœ প্রচারের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু আজ তার সমর্থকরা তাদের ওপর হামলা চালিয়েছে। এ ব্যাপারে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম শিমুলের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, নাটোরের মানুষ বিএনপি প্রার্থীকে প্রত্যাখ্যান করেছেন। এ কারণে ভোটে পরাজয় নিশ্চিত জেনে নিজেরাই ঘটনা ঘটিয়ে আওয়ামী লীগের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছে।
×