ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ছয় মাস আগে সময় শেষ হলেও সমাপ্ত হয়নি সুরেশ্বর খাল খনন

প্রকাশিত: ০৪:০৯, ১৭ ডিসেম্বর ২০১৮

 ছয় মাস আগে সময় শেষ হলেও সমাপ্ত হয়নি সুরেশ্বর খাল খনন

স্টাফ রিপোর্টার ॥ ছয় মাস আগে প্রকল্পের সময়সীমা অতিক্রম হলেও শেষ করা সম্ভব হয়নি শরীয়তপুর জেলার অন্যতম অগ্রাধিকার সুরেশ্বর খাল খনন ও নিষ্কাশন কাজ। কবে নাগাদ শেষ করা হবে সেটাও বলতে পারছে না জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট প্রকৌশল দফতর। এ প্রকল্পের কাজ মোটামুটি অনেকাংশেই সমাপ্ত করা হলেও রহস্যজনক কারণে অল্প কাজ বাকি রাখা হয়েছে দীর্ঘদিন ধরেই। এতে এবারও বোরো মৌসুমে হাজার হাজার একর জমি পানির অভাবে চাষাবাদের অনুপযোগী থেকে যাবে। অথচ এই প্রকল্প নেয়াই হয়েছিল- সুরেশ্বর এলাকার কৃষি ও চাষাবাদের সেচ কাজের জন্য। জানতে চাইলে জেলা প্রশাসক কাজী আবু তাহের বলেন, আমি সম্প্রতি এখানে যোগ দিয়েছি। তবে যেটুকু জেনেছি সেটা হলো- সুরেশ্বর পয়েন্টে কিছু অবৈধ স্থাপনা রয়েছে। সেগুলো উচ্ছেদে দুটো পক্ষই সক্রিয়। এজন্য খাল খননের কাজ ব্যাহত হয়েছে। তবে খুব শীঘ্র শুরু হবে। এ বিষয়ে জেলা এলজিইডির প্রকৌশলী প্রকাশ বলেন, খালের অধিকাংশ কাজই হয়ে গেছে। সামান্য কিছু বাকি রয়েছে, এটাও হয়ে যাবে। একের পর এক নোটিস দেয়া হয়েছে অবৈধ স্থাপনা উচ্ছেদে। এ জন্য সময় লেগেছে।
×