ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পর্তুগালে উদ্ধারকারী কপ্টার বিধ্বস্ত, দুই পাইলটসহ হত ৪

প্রকাশিত: ০৪:১৪, ১৭ ডিসেম্বর ২০১৮

 পর্তুগালে উদ্ধারকারী কপ্টার বিধ্বস্ত, দুই পাইলটসহ হত ৪

পর্তুগালের দ্বিতীয় বৃহত্তম শহর পের্তোর কাছে পর্বতময় একটি এলাকায় উদ্ধারকাজে ব্যবহৃত একটি মেডিক্যাল হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় হেলিকপ্টারটির চার আরোহীর সবাই নিহত হয়েছেন এমন আশঙ্কা করা হচ্ছে বলে শনিবার জানিয়েছে স্থানীয় গণমাধ্যম ও দেশটির আইএনইএম জরুরী সেবা বিভাগ। খবর ওয়েবসাইট। পর্তুগালের রাষ্ট্রীয় গণমাধ্যম আরটিপি ও দৈনিক কোহেইও জি মায়িয়ার প্রতিবেদনে বলা হয়েছে, হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে দুই পাইলট, এক চিকিৎসক ও এক নার্স নিহত হয়েছেন। আইএনইএম জানিয়েছে, উদ্ধার অভিযান শুরু হলেও হেলিকপ্টারটি তখনও খুঁজে পাওয়া যায়নি। পের্তোর এক হাসপাতালে ৭৬ বছর বয়সী এক হৃদরোগীকে পৌঁছে দিয়ে ফেরার পথে শনিবার স্থানীয় সময় সন্ধ্যা প্রায় সাড়ে ৬টার দিকে হেলিকপ্টারটি নিখোঁজ হয়। ওই অঞ্চলের ভালোঙ্গো ফায়ার স্টেশনের এক মুখপাত্র জানিয়েছেন, ২০০ উদ্ধারকর্মী হেলিকপ্টারটির খোঁজ করছে। আইএনইএমের তথ্যানুযায়ী, ব্রাগানসা এলাকায় ঘাঁটিতে ফেরার সময় খারাপ আবহাওয়ার মধ্যে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
×