ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অন্যরকম

সাড়ে চার হাজার বছরের পুরনো সমাধির সন্ধান

প্রকাশিত: ০৪:১৫, ১৭ ডিসেম্বর ২০১৮

সাড়ে চার হাজার বছরের পুরনো সমাধির সন্ধান

মিসরের প্রত্নতত্ত্ববিদরা রাজধানী কায়রোর কাছে চার হাজার চার শ’ বছরের পুরনো একটি সমাধির সন্ধান পাওয়ার কথা জানিয়েছেন। সাকারা পিরামিড কমপ্লেক্সের ভেতর পাওয়া ওই সমাধিটি রংবেরংয়ের হায়ারোগ্লিফস ও ফারাওদের ভাস্কর্যে ভরা। রবিবার থেকে সমাধির ভেতরের অংশের খনন কাজ শুরু হয়েছে। প্রায় অবিকৃত এ সমাধিটি প্রাচীন মিসরের সর্বোচ্চ ধর্মীয় নেতা ওয়াহেতেইর বলে মনে করা হচ্ছে। সমাধির ভেতরে ওই সর্বোচ্চ ধর্মগুরুর সঙ্গে তার মা, স্ত্রী ও অন্য আত্মীয়দের মনোমুগ্ধকর চিত্র অঙ্কিত রয়েছে। খননের পর এ সমাধি থেকে লিপিখচিত শবাধারসহ আরও অনেক কিছু মিলবে বলে আশা প্রতœতত্ত্ববিদদের। মিসরের পুরাকীর্তি বিষয়ক সুপ্রীম কাউন্সিলের সেক্রেটারি জেনারেল মোস্তফা ওয়াজিরি এ আবিষ্কারকে ‘গত কয়েক দশকের মধ্যে অনন্য’ হিসেবে অভিহিত করেছেন। ওয়াহেতেইর এ সমাধিটি প্রাচীন মিসরের বিস্তৃত সাকারা সমাধিক্ষেত্রের অন্তর্ভুক্ত। এখানেই প্রথম দিকের পিরামিডগুলোর সন্ধান মিলেছিল। ১০ মিটার দীর্ঘ, তিন মিটার প্রশস্ত এবং প্রায় একই উচ্চতার সমাধিটির রং চার হাজার চার শ’ বছর ধরেই অবিকৃত থাকায় বিস্মিত বিশেষজ্ঞরা। ভেতরে থাকা পুরাকীর্তিগুলো মিসরের পঞ্চম রাজবংশের সময় বানানো হয়েছিল বলে মনে করা হচ্ছে। ওই পঞ্চম রাজবংশ মিসরকে খীস্টপূর্ব দুই হাজার পাঁচ শ’ সালের কাছাকাছি থেকে দুই হাজার তিন শ’ ৫০ সাল পর্যন্ত শাসন করেছিল। -বিবিসি
×