ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সিরিয়ায় একতরফা সামরিক অভিযান থেকে বিরত থাকুন

প্রকাশিত: ০৪:১৬, ১৭ ডিসেম্বর ২০১৮

 সিরিয়ায় একতরফা সামরিক অভিযান থেকে বিরত থাকুন

সিরিয়ায় একতরফা কোন সামরিক পদক্ষেপ নেয়া থেকে তুরস্ককে বিরত থাকার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইইউ’র পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কর্মকর্তা ফেদেরিকা মোগেরিনি এই আহ্বান জানিয়ে বলেছেন, সিরিয়ায় নতুন করে অভিযান শুরু করার যে ঘোষণা আঙ্কারা দিয়েছে তা ব্রাসেলসে উদ্বেগ তৈরি করেছে। খবর ওয়েবসাইট। এ ধরনের একতরফা অভিযান সিরিয়ার পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। মোগেরিনি শনিবার এক বিবৃতিতে বলেন, সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে তুরস্কের সম্ভাব্য সামরিক অভিযানের খবর উদ্বেগজনক। এ ধরনের অভিযানে সিরিয়ায় মোতায়েন পশ্চিমা সন্ত্রাসবিরোধী জোটের কর্মকান্ডে নেতিবাচক প্রভাব পড়বে বলেও তিনি মন্তব্য করেন। মোগেরিনি বলেন, সিরিয়ায় উগ্র জঙ্গী গোষ্ঠী আইএস নেতৃত্বাধীন সন্ত্রাসবাদের অবসান ঘটানোর জন্য পশ্চিমা দেশগুলো যে চেষ্টা চালাচ্ছে তুরস্কের উচিত তাতে সহযোগিতা করা। সম্প্রতি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান ঘোষণা করেন, তার দেশ সিরিয়ার উত্তরাঞ্চলে তৎপর কুর্দি বিদ্রোহী গোষ্ঠী ওয়াইপিজি’র বিরুদ্ধে শীঘ্রই সামরিক অভিযান শুরু করবে। ওয়াইপিজি’র প্রতি যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর সমর্থন রয়েছে। মার্কিন সরকার এরদোগানের ওই ঘোষণার নিন্দা জানানোর পর ইউরোপের পক্ষ থেকে সম্ভাব্য ওই অভিযান না চালানোর জন্য আহ্বান জানানো হলো।
×