ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বরফঢাকা খনিতে হীরা

প্রকাশিত: ০৪:১৭, ১৭ ডিসেম্বর ২০১৮

 বরফঢাকা খনিতে হীরা

কানাডার উত্তরাঞ্চলীয় ডিয়াভিক খনি থেকে ৫৫২ক্যারেট ওজনের একটি দুর্লভ হীরকখন্ড পাওয়া গেছে। আকারে অনেকটা মুরগির ডিমের মতো। সোনালি রঙের হীরাটিকে ডমিনিয়ান ডায়মন্ড মাইনস ও রিও টিনটো গ্রুপের বিষেশজ্ঞরা মাটির নিচ থেকে তোলেন। ব্লুমবার্গ ক্যালকুলেশনের মতে, এটি এই শতাব্দীর সপ্তম বৃহৎ হীরকখন্ড। ১৯০৫ সালে দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় এই শতকের সবচেয়ে বড় ৩১০৬ক্যারেটের হীরাটি পাওয়া যায় -টেলিগ্রাফ
×