ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

প্রকাশিত: ০৪:১৭, ১৭ ডিসেম্বর ২০১৮

  মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইটারে জানিয়েছেন, এ বছরের শেষের দিকে স্বরাষ্ট্রমন্ত্রী রায়ান জিনকি পদত্যাগ করছেন। তার কাজের জন্য ধন্যবাদ দেয়ার পাশাপাশি আগামী সপ্তাহে নতুন স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়োগ দেয়ার কথাও জানান। জানা গেছে, দায়িত্ব গ্রহণ করার পর নিজ দফতরের জন্য দুই দরজার তিনটি সেট কেনেন। যেজন্য ব্যয় হয় এক লাখ ৩৯ হাজার মার্কিন ডলার (এক লাখ দশ হাজার পাউন্ড)। সমালোচনার মুখে পড়ে তিনি বলেন, সমঝোতার মাধ্যমে দরজাগুলো দাম কমে ৭৫ হাজার মার্কিন ডলার হয় -বিবিসি
×