ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শেরপুর চেম্বার অব কমার্সের নয়া সভাপতি রওশন

প্রকাশিত: ০৪:৪১, ১৭ ডিসেম্বর ২০১৮

 শেরপুর চেম্বার অব কমার্সের নয়া সভাপতি রওশন

নিজস্ব সংবাদদাতা, শেরপুর ॥ শেরপুরে চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচনে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান রওশন। শনিবার রাতে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন। একইসঙ্গে সিনিয়র সহ-সভাপতি পদে প্রকাশ দত্ত ও সহ-সভাপতি পদে মোঃ আরিফ হোসেনও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এদিকে চেম্বারের নির্বাচনের ইতিহাসে আসাদুজ্জামান রওশনই সর্বকনিষ্ঠ সভাপতি নির্বাচিত হলেন। তিনি জেলা চালকল মালিক সমিতির দুদফায় নির্বাচিত সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ। নবনির্বাচিত সিনিয়র সহ-সভাপতি প্রকাশ দত্ত আরও দুদফায় চেম্বারের কর্মকর্তা ছিলেন। তিনি শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এছাড়া নবনির্বাচিত সহ-সভাপতি আরিফ হোসেন এবার একই পদে দ্বিতীয় দফায় নির্বাচিত হলেন। তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবেই পরিচিত। রবিবার চেম্বারের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এ্যাডভোকেট নারায়ণ চন্দ্র হোড় জানান, চেম্বারের নবনির্বাচিত ১৯ পরিচালকের মধ্য থেকে শনিবার রাতে সভাপতিসহ ৩ কর্মকর্তা নির্বাচনের প্রার্থিতা আহ্বান করা হয়। এতে ওই ৩ পদে অন্য কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় আসাদুজ্জামান রওশনকে সভাপতি, প্রকাশ দত্তকে সিনিয়র সহ-সভাপতি ও আরিফ হোসেনকে সহ-সভাপতি ঘোষণা করা হয়। এর আগে শুক্রবার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ এবং রাতভর গণনা শেষে শনিবার ভোরে ফলাফল ঘোষণা করা হয়। ৩ গ্রুপে ১৯ পরিচালক পদের মধ্যে আসাদুজ্জামান রওশনের নেতৃত্বাধীন সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের প্রার্থীরা ১৬ পদেই জয়ী হন। অন্য ৩ পরিচালক পদে নির্বাচিত হন স্বতন্ত্র প্রার্থীরা।
×