ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নিষেধাজ্ঞা এড়াতে সফটওয়্যার আপডেট করছে এ্যাপল

প্রকাশিত: ০৪:৪২, ১৭ ডিসেম্বর ২০১৮

নিষেধাজ্ঞা এড়াতে সফটওয়্যার আপডেট করছে এ্যাপল

চীনে পুরানো মডেলের আইফোন বিক্রিতে আদালতের নিষেধাজ্ঞা এড়াতে সফটওয়্যার আপডেট দেয়ার পরিকল্পনা করছে এ্যাপল। বার্তা সংস্থা রয়টার্সকে এ্যাপল এক বিবৃতিতে জানায়, ‘সামনের সপ্তাহের শুরুতেই সফটওয়্যার আপডেট আনা হবে, আমাদের ধারণা এটি মামলার দুটি পেটেন্টের সমস্যা দূর করবে।’ আগের সপ্তাহে কোয়ালকমের সঙ্গে আইনী লড়াইয়ের প্রেক্ষিতে চীনে পুরানো মডেলের আইফোন বিক্রিতে নিষেধাজ্ঞা দেয় চীনা আদালত। কোয়ালকমের এক বিবৃতিতে বলা হয়, এ্যাপলের সহায়ক চারটি চীনা প্রতিষ্ঠানকে তাৎক্ষণিকভাবে ‘আইফোন ৬এস, আইফোন ৬এস প্লাস, আইফোন ৭, আইফোন ৭ প্লাস, আইফোন ৮, আইফোন ৮ প্লাস এবং আইফোন এক্স-এর আমদানি ও বিক্রি’ বন্ধের নির্দেশ দিয়েছে আদালত। পরবর্তীতে আদালতের এই রায়ের বিরুদ্ধে আপীল করেছে এ্যাপল। এবার সফটওয়্যার আপডেট দিয়ে সমস্যা সমাধানের চেষ্টা চালাচ্ছে আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটি।-অর্থনৈতিক রিপোর্টার
×