ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শুভজনের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংস্কৃতিক আয়োজন

প্রকাশিত: ০৪:৪৫, ১৭ ডিসেম্বর ২০১৮

শুভজনের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংস্কৃতিক আয়োজন

স্টাফ রিপোর্টার ॥ শুভজনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্প্রতি জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ‘আলোড়ন’ নামে পদক প্রদান ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। অনুষ্ঠানে দেশবরেণ্য চিত্রশিল্পী ও পাপেটশিল্পী মুস্তাফা মনোয়ারকে ‘শুভজন পদক-২০১৮’ এবং শুভজন উপাধীতে ভূষিত করা হয়। তাকে পদক এবং দশ হাজার টাকার প্রাইজমানি ও একটি সনদপত্র দেয়া হয়। এছাড়াও যুগ্ম কর কমিশনার সফিউল আজমকে শুভজন সংবর্ধনা স্মারক এবং কণ্ঠশিল্পী রুবিয়া মল্লিকাকে শুভজন বেস্ট পারফর্মেন্স এ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেন ভূূঁইয়া এনডিসি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ চিনি শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান একেএম দেলোয়ার হোসেন, গীতিকবি শহিদুল্লাহ ফরায়জি, বাংলাদেশ কম্পিউটার সমিতির পরিচালক শহীদ উল মুনির, কথাসাহিত্যিক মইনুদ্দিন কাজল, কেন্দ্রীয় ব্যাংকের সাবেক মহাব্যবস্থাপক এএফএম আসাদুজ্জামান প্রমুখ। শুভজন সভাপতি কবি নইম হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন কবি কাজী রোজী এমপি। শিল্পী মুস্তাফা মনোয়ার বলেন, আমাকে সম্মানিত করবার জন্য শুভজনের কাছে আমি কৃতজ্ঞ । দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেনশিল্পী রুবিয়া মল্লিকা, জাহিদ হোসেন, শায়লা রহমান, সুমন শীল, লামিসা, ইমন ও রাজসী। আবৃত্তি করেন নিপা চৌধুরী, নাসিরুদ্দিন শাহ, রেহান রুবেল, হীরা মনি, ইসরাত মিতু ও সৃজা ভট্টাচার্য। শুভজনের প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব আলোড়ন আয়োজন সহযোগিতায় ছিল সোনালী ব্যাংক, জনতা ব্যাংক ও অগ্রণী ব্যাংক।
×