ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বুয়েটে সংবাদ সংগ্রহে গিয়ে নাজেহাল তিন সাংবাদিক

প্রকাশিত: ০৫:৩৮, ১৭ ডিসেম্বর ২০১৮

বুয়েটে সংবাদ সংগ্রহে  গিয়ে নাজেহাল  তিন সাংবাদিক

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরে বাংলা হলে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের মারধর ও হয়রানির শিকার হয়েছেন তিন সাংবাদিক। উক্ত হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধর করে হল গেস্টরুমে আটকে রাখা হয়েছে-এমন খবর পেয়ে সেখানে সংবাদ সংগ্রহে গিয়েছিলেন ওই তিন সাংবাদিক। গত শনিবার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। হামলার শিকার তিন সাংবাদিক হলেন- কালের কণ্ঠের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মেহেদী হাসান, সাংবাদিক কবির কানন ও দৈনিক জনকণ্ঠের ঢাকা বিশ্ববিদ্যালয় রিপোর্টার মুনতাসির জিহাদ। ভুক্তভোগীরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের এক শিক্ষার্থীকে অপহরণ করে বুয়েটের শেরে বাংলা হলে আটকে রাখা হয়েছে- এমন খবর পেয়ে বুয়েট ক্যাম্পাসে যান। হলে প্রবেশ করতে গেলে গেটটি তালাবদ্ধ অবস্থায় দেখতে পান। এ সময় ভেতরে ঢুকতে চাইলে হলের দায়িত্বরত নিরাপত্তা প্রহরী জানান, ভেতরে ঢুকতে নিষেধ আছে। পরে হলের নিরাপত্তা প্রহরীকে পরিচয় দিয়ে ভেতরে প্রবেশ করেন তারা। এই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রাব্বানী দুঃখ প্রকাশ করে বলেন, বিষয়টি আমি শুনেছি। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বুয়েটের শেরে বাংলা হল প্রশাসনকে জানানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। হামলার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির তীব্র নিন্দা ও প্রতিবাদ ॥ পেশাগত দায়িত্ব পালনকালে বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয়ে (বুয়েট) তিন সাংবাদিকের ওপর নজিরবিহীন হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা)। রবিবার সমিতির সভাপতি আসিফ ত্বাসীন ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নয়ন এক যুক্ত বিবৃতিতে এ হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান।
×