ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পুলিশ আমাদের মাঠে থাকতে দিচ্ছে না ॥ সেলিমা রহমান

প্রকাশিত: ০৫:৪২, ১৭ ডিসেম্বর ২০১৮

  পুলিশ আমাদের মাঠে থাকতে দিচ্ছে না ॥ সেলিমা রহমান

স্টাফ রিপোর্টার ॥ সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আজ থেকেই সেনা মোতায়েনের দাবি জানিয়েছে বিএনপি। তারা বলেন, পুলিশের এখন নির্বাচন কমিশনের নির্দেশ মেনে চলার কথা থাকলেও ইসির কথা মানছে না তারা। সারাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীর সঙ্গে সমান তালে পুলিশ ধানের শীষ প্রার্থী ও সমর্থকদের ওপর চড়াও হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমন। রবিবার দুপুরে কমিশন সচিবের কাছে অভিযোগ শেষে দলটির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান সাংবাদিকদের বলেন, বিএনপির কোন প্রার্থীই প্রচার চালাতে পারছেন না। ঢাকায় কেউ নির্বাচনী প্রচারে যেতে পারছেন না। পোস্টার লাগাতে দিচ্ছে না। নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। প্রতিরোধ গড়ে তুললে তখন বিরাট সহিংসতা ঘটবে। তাই এখনই সেনা নামানোর কথা উল্লেখ করেন তিনি। নির্বাচন কমিশনকে ‘পাপেট’ আখ্যায়িত করে বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, পুলিশ আমাদের মাঠে থাকতে দিচ্ছে না। পুলিশ প্রশাসন কমিশনের কথা শুনছে না। নির্বাচন কমিশনের সঙ্গেই দেখা করতে এসেছিলাম। কিন্তু তারা না থাকায় ইসি সচিবের সঙ্গে দেখা করে লিখিত অভিযোগ দিয়েছি। সচিব জানিয়েছেন অভিযোগগুলো কমিশনের কাছে তোলা হলে কমিশনে আলোচনা করে ব্যবস্থা নেয়া হয়। তিনি বলেন, এই নির্বাচনটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ। আমরা নির্বাচনের মাঠে থাকতে চাই। আমরা চাই না কোন ধরনের সহিংসতা হোক। আমরা এখনও সহিংসতায় যাইনি। এরপর তো আর কিছু বলার নেই। তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা এরই মধ্যে বলেছেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড আছে। যেখানে আমাদের নেতাকর্মী, প্রার্থীদের ওপর হামলা হচ্ছে, সেখানে লেভেল প্লেয়িং ফিল্ড কি করে থাকল? লেভেল প্লেয়িং ফিল্ডের সংজ্ঞা কি? এদিকে শনিবার ঢাকাসহ দেশের ছয়টি নির্বাচনী এলাকায় বিরোধী নেতাকর্মীদের ওপর হামলা, গুলিবর্ষণ ও গ্রেফতারের ঘটনা ঘটেছে বলে নির্বাচন কমিশনে দেয়া অভিযোগ উল্লেখ করেছে দলটি। সেলিমা রহমানের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল ইসি সচিব হেলালুদ্দীন আহমদের সঙ্গে দেখা করে নিজেদের অভিযোগ ও দাবিগুলো তুলে ধরেন। এতে উল্লেখ করা হয় নোয়াখালী-১ আসনে বিএনপির প্রার্থী মাহবুব উদ্দিন খোকন, ঢাকা-৮ আসনে মির্জা আব্বাস, পটুয়াখালী-৩ আসনে গোলাম মাওলা রনির স্ত্রীর ওপর হামলা এবং হবিগঞ্জ-৮ আসন, চট্টগ্রাম-৯ আসন ও ময়মনসিংহে নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে। বিএনপি প্রতিনিধিদলে সেলিমা রহমানের সঙ্গে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বিজন কান্তি সরকার, আতাউর রহমান ঢালি উপস্থিত ছিলেন। এদিকে অপর এক অভিযোগে বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকনের ওপর হামলার ঘটনায় নোয়াখালীর সোনাইমুড়ি থানার ওসি আবদুল মজিদকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়ার দাবি জানানো হয়েছে। খোকনের ছেলে সাকিব মাহবুব বিকেলে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার কাছে এই দাবি জানান। লিখিত আবেদনে তিনি বলেছেন, ওসির গুলিতে বিএনপি প্রার্থীসহ ৪০ নেতাকর্মী আহত হয়েছেন। এজন্য ওসিকে অবিলম্বে প্রত্যাহার ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনী ব্যবস্থা নিতে অনুরোধ করা হচ্ছে।
×