ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জিদানের বিশ্ব একাদশে নেই সি আর সেভেন!

প্রকাশিত: ০৬:৪৪, ১৭ ডিসেম্বর ২০১৮

 জিদানের বিশ্ব একাদশে নেই  সি আর সেভেন!

স্পোর্টস রিপোর্টার ॥ কোচ হিসেবে জিনেদিন জিদান রিয়াল মাদ্রিদে যে ইতিহাসগড়া সাফল্য পেয়েছেন তার মূল কারিগর ক্রিস্টিয়ানো রোনাল্ডো। অথচ সেই ফুটবলারকেই নিজের গড়া পছন্দের বিশ্ব একাদশে ঠাঁই দেননি ১৯৯৮ সালের বিশ্বকাপ জয়ী ফরাসী কিংবদন্তি। অতীত ও বর্তমানের ফুটবলারদের নিয়ে জিদান তার পছন্দের বিশ্ব দল গড়েছেন। যে দল থেকে বাদ পড়েছেন রোনাল্ডো। তবে জিদান পছন্দের দলে রেখেছেন বার্সিলোনার মহাতারকা লিওনেল মেসিকে। এমনকি তার দলের আক্রমণভাগে জায়গা পেয়েছেন বার্সায় মেসির সাবেক সতীর্থ নেইমারও। জিদানের পছন্দের ফুটবলারের মোট সংখ্যা ১৭। সেখান থেকেই সেরা এগারো বেছে নেয়ার পক্ষপাতী তিনি। তার পছন্দের দলে ফ্রান্স ও ব্রাজিলের ফুটবলাররা দলে ভারি। সাতজনকে তিনি বেছেছেন ব্রাজিল থেকে। নিজের স্বপ্নের দলে গোলকিপার হিসেবে বেছে নিয়েছেন ফ্রান্স জাতীয় দলে তার সাবেক সতীর্থ ফ্যাবিয়েন বার্থেজকে। ডিফেন্স সাজিয়েছেন জার্মান সেন্ট্রালব্যাক কার্লহাইঞ্জ ফর্স্টে, ব্রাজিলের কার্লোস মোজার, লরাঁ ব্লাঁ ও রিয়াল মাদ্রিদের সার্জিও রামোসকে নিয়ে। লেফট ব্যাকের জায়গায় তার পছন্দের তিন ফুটবলার পাওলো মালদিনি, রবার্তো কার্লোস ও মার্সেলো। রাইটব্যাকে কাফু ও দানি আলভেজ। জিদান জানিয়েছেন, মাঝ মাঠে তার খুবই পছন্দের ফুটবলার আন্দ্রেস ইনিয়েস্তা, ক্লদ মাকেলেলে ও লুকা মডরিচ। মিডফিল্ডার হিসেবে অবশ্য জিদান নিজেকে নিজের দলে রেখেছেন। আর আক্রমণে ফরাসী কিংবদন্তির পছন্দ ব্রাজিলের বড় রোনাল্ডো, নেইমার ও মেসি।
×